নিজস্ব প্রতিবেদক, নদিয়া, আপনজন: কালীপুজোর শোভাযাত্রা থেকে মদের ফোয়ারা ছিটকে পড়ল পথচারী এক গৃহবধূর গায়। মুখের মদ গায়ে দিয়ে দেওয়া এবং বোতল দিয়ে গৃহবধূকে মারধরের অভিযোগও ওঠে। গৃহবধূ ভর্তি হাসপাতালে। ঘটনার প্রতিবাদ ঘিরে রণক্ষেত্র। পুলিশ সূত্রে জানা গিয়েছে,কালী প্রতিমা বিসর্জনের উদ্দেশ্যে যাওয়া শোভাযাত্রায় মদের ফোয়ারা! বোতল থেকে ছিটকে রাস্তা দিয়ে যাওয়া মহিলার গায়ে প্রতিবাদ জানালে মুখে থাকা মদ দিয়ে দেওয়া হয় মহিলার মুখে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে স্বামীকে বেধরক মরধর ! নিমেষের মধ্যেই রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়ে রাস্তার পাশে একটি ওষুধের দোকানে র মধ্যে ঢুকে যাওয়ার উপক্রম। এরপর মদের বোতল দিয়ে স্বামী স্ত্রী এবং তার এক বন্ধুকে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ।
পুলিশ ফাঁড়ির ঢিল ছোড়া দূরত্বে এমন ঘটনা নিয়ে চাঞ্চল্য নদীয়ার শান্তিপুর শ্যামবাজার এলাকায়। উত্তেজনা সামাল দিতে ছুটে আসে দুই সিভিক ভলেন্টিয়ার এবং এলাকার যুবকরা তাদের মধ্যস্থতায় সাময়িক নিষ্পত্তি হলেও আক্রান্ত স্বামী এবং বন্ধু হাসপাতালে চিকিৎসা করিয়ে থানার দারস্থ, স্ত্রী চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা যায়, শান্তিপুর রেল স্টেশন এবং গোডাউন মাঠের দিক থেকে পরপর তিনটি ঠাকুর তাদের বিসর্জনের প্রতিমা বাজনা এবং আলোকসজ্জা সহ শোভাযাত্রা নিয়ে কাশ্যপপাড়ার দিকে যাচ্ছিল আনুমানিক রাত দশটা নাগাদ। এর মধ্য থেকে নাম না লেখা কিংবা কোন ব্যানার না থাকা একটি পুজো উদ্যোক্তাদের কয়েকজনের সাথে মোটরসাইকেল করে যাওয়া পথচারী ওই স্বামী স্ত্রীর বচসা। স্বামীর নাম সৌভিক কর স্ত্রী রিমি কর তারা লাইব্রেরী র পেছনে দত্তপাড়ায় বসবাস করেন।
ক্যামেরার সামনে মুখ না খুললেও কিছু প্রত্যক্ষদর্শী জানিয়েছেন এ ধরনের আচরণের জন্য দুই একজন যুবক ক্ষমা চেয়েছিলেন তবে স্ত্রীর প্রতি এ ধরনের অমানবিক এবং নোংরা ব্যবহারে স্বামী সৌরভ কোনভাবেই মেনে নিতে পারিনি তাই তিনি উত্তেজিত হওয়ার পরেই অন্যান্য পুজো উদ্যোক্তারা ছুটে আসে এবং পরিস্থিতি কিছুটা সময়ের জন্য রণক্ষেত্র তৈরি হয়।
যদিও ঘটনার খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন ওই গৃহবধুর সাথে কথা বলে। এবং স্বামীকে সুনির্দিষ্ট অভিযোগ শান্তিপুর থানায় জমা করতে বলে। তবে ইতিমধ্যেই পুলিশ স্থানীয়দের জিজ্ঞাসাবাদের মাধ্যমে তদন্ত শুরু করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct