অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: নেশা করার টাকা না মেলায় এক ব্যক্তিকে খুনের অভিযোগ। ঘটনায় আটক দুইজন। ধৃতদের আদালতে তোলার পাশাপাশি পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার অন্তর্গত ল কলেজ পাড়া এলাকার ঘটনা।
জানা গিয়েছে, চিত্তরঞ্জন বর্মন ও সহদেব বর্মন নামে দুই ব্যক্তি ব্রহ্ম দেব কামেত ও চন্দন কামেত নামে দুই ব্যক্তির কাছে নেশা করা টাকা চেয়েছিলেন। অভিযোগ নেশা করার জন্য সেই টাকা না মেলায় তাঁদের প্রচন্ড মারধর করেন অভিযুক্ত দুই ব্যক্তি। গুরুতর আহত অবস্থায় ওই দুই ব্যক্তিকে বালুরঘাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। যদিও পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চন্দন কামেত কে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরিত করা হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগে রাস্তায় তাঁর মৃত্যু হয়। ওই ঘটনায় বালুরঘাট থানার পুলিশ অভিযুক্ত দু’জনকে গ্রেফতার করে আদালতে তোলে। বিচারক সবদিক বিবেচনা করে অভিযুক্ত ওই দু’জনের পাঁচ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct