নিজস্ব প্রতিবেদক, বারাসত, আপনজন: মানুষের অধিকার বুঝিয়ে দিতেই রাজনৈতিক ময়দানে এসেছি। অর্থ কামাতে নয়। সেই কাজ আরো জোরদার করতে রাজ্যের আইনসভায় আমাদের প্রতিনিধি বাড়াতে হবে। রবিবার উত্তর ২৪ পরগণার হামাদামা বাজারে এক নির্বাচনী জনসভায় একথা বলেন আইএসএফ চেয়ারম্যান তথা বিধায়ক নওসাদ সিদ্দিকী। তিনি বামফ্রন্ট সমর্থিত দলীয় প্রার্থী পিয়ারুল ইসলামের সমর্থনে ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, বিধানসভায় আদিবাসী, দলিত, মুসলিম সহ আপামর জনগণের হয়ে সোচ্চার বারবার সোচ্চার হচ্ছি। কিন্তু শাসকদল তৃণমূল কংগ্রেস বা তথাকথিত বিরোধী দল বলে পরিচিত বিজেপি’র বিধায়করা নিরব থাকে। এটা দুর্ভাগ্যজনক। কিন্তু এটা তো পরিষ্কার যে পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপির জন্য অনুকুল পরিবেশ তৈরি করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। ফলে এই দুইদল নকল লড়াই করে সাধারণ মানুষকে সবসময় বিভ্রান্ত করে যাবে। এখন এই বিভ্রান্তি কাটানোর সময় এসেছে। তিনি প্রসঙ্গক্রমে আবাস যোজনার দুর্নীতির কথা তুলে ধরে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের তুমুল সমালোচনা করেন। তিনি বলেন, আবাস যোজনায় দুর্নীতি হয়েছে সেটি আমরা সকলে জানি। কিন্তু একশো দিন কাজ করেছেন যাঁরা, তাঁদের হকের টাকা কেন আটকে রাখা হবে। এইধরণের প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে হবে বলে তিনি মন্তব্য করেন। তিনি স্বাস্থ্য থেকে শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে থাকা হাড়োয়াকে এগিয়ে নিয়ে যেতে আইএসএফ প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান। তিনি বলেন, আইএসএফ জিতলে হাড়োয়া অঞ্চলে ওয়াকফ ও দেবোত্তর সম্পত্তি উদ্ধারে দল সচেষ্ট হবে।
আজকের এই জনসভায় আইএসএফের রাজ্য কমিটির কার্যকারী সভাপতি সামসুর আলি মল্লিক, সম্পাদক বিশ্বজিত মাইতি, জেলা সভাপতি তাপস ব্যানার্জি, কেন্দ্রীয় কার্যালয় সম্পাদক নাসিরুদ্দিন মীর, রাজ্য কমিটির সদস্য কুতুবুদ্দিন ফাতেহি, উত্তর ২৪ পরগণা জেলার দলের যুগ্ম সম্পাদক মুসা করিমুল্লা, রাজ্য কমিটির আমন্ত্রিত সদস্য সাওন দাস, প্রার্থী পিয়ারুল ইসলাম সহ সিপিআইএম নেতা শতরূপ ঘোষ, আহমদ আলি খান, ছাত্রনেতা রাকেশ বেরা প্রমুখ উপস্থিত ছিলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct