আপনজন ডেস্ক: ব্রাজিলের সম্প্রতি ছড়িয়ে পড়া বিশাল গ্রীষ্মমণ্ডলীয় দাবানলের বিস্তার থেকে সাভানা রেহাই না পেলেও, ইতোমধ্যেই সেখানে আগুন প্রতিরোধে প্রকৃতির বিরল উপহারের প্রমাণ হিসেবে ছাই থেকে সবুজ অঙ্কুরে বিশাল তৃণভূমির সৃষ্টি হয়েছে।
বিশ্বের সবচেয়ে প্রজাতি-সমৃদ্ধ সাভানার সেরাডো মধ্য ব্রাজিলে প্রায় দুই মিলিয়ন বর্গ কিলোমিটার (৭ লাখ ৭০ হাজার বর্গ মাইল) ভূমি জুড়ে অবস্থিত। যা দেশের সমগ্র ভূমির প্রায় এক-পঞ্চমাংশ।
ব্রাজিল রেকর্ড খরার কবলে পড়েছিল। ব্রাসিলিয়ায় ১৬৯ দিনই কোনো বৃষ্টিপাত হয়নি। এক দশকেরও বেশি সময়ের মধ্যে এটি ছিল সবচেয়ে খারাপ দাবানলের মৌসুম। বিশেষজ্ঞরা আংশিকভাবে জলবায়ু পরিবর্তনকে এর জন্য দায়ী করেছেন। কিন্তু সেরাডো, পাশের আমাজন ও প্যান্টানাল জলাভূমির তুলনায় কম পরিচিত। লাখ লাখ বছর ধরে এর একটি সুপার পাওয়ার রয়েছে। এটি অগ্নিকাণ্ড এবং উচ্চ তাপমাত্রার প্রতিরোধ গড়ে তুলেছে।
সরকারি সংস্থা চিকো মেন্ডেস ইনস্টিটিউট ফর বায়োডাইভারসিটি কনজারভেশনের পরিবেশ বিশ্লেষক কেইকো পেলিজারো বলেছেন, ‘সেরাডো হলো একটি উল্টানো বন। আমরা এর মাত্র একটি ভগ্নাংশ দেখতে পাই কারণ বনটি আমাদের পায়ের নিচে রয়েছে।
তিনি বলেন, সেরাডোর গভীর রুট সিস্টেম একটি ‘পাম্প,’ ভূগর্ভস্থ পানি চুষে নেয়ার মতো কাজ করে ‘এমনকি চরম খরার সময়ও’।
ব্রাসিলিয়া বিশ্ববিদ্যালয়ের বাস্তুবিদ্যার অধ্যাপক ইসাবেল শ্মিট বলেছেন, ‘এদিকে, মাটির উপরে গাছের পুরু ছাল এবং ফলের খোসা ‘তাপ নিরোধক’ হিসাবে কাজ করে।’ তিনি বলেন, ‘এমনকি যদি তাপমাত্রা ৮০০ সেন্টিগ্রেড (১ হাজার ৪৭০ ফারেনহাইট) পর্যন্ত পেঁছায়, তবুও গাছপালা বেঁচে থাকতে পারে’।
সাম্প্রতিক দাবানলের এক মাস পরে, প্রথম বৃষ্টিতে ঘাস এবং ছোট গাছপালা দ্রুত বৃদ্ধি পেতে শুরু করেছে এবং ব্রাসিলিয়া জাতীয় উদ্যানের পোড়া গাছে নতুন পাতা গজিয়েছে।
পেলিজারো বলেন, ‘বৃষ্টি না হলেও আমরা কিছুটা স্থিতিস্থাপকতা দেখতে পেতাম।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct