চন্দনা বন্দ্যোপাধ্যায়, কুলতলি, আপনজন: বর্তমান সময়ে গ্রাম বাংলা থেকে হারিয়ে যাচ্ছে একাধিক খেলা।আর সেই জায়গা দখল করে নিয়েছে মোবাইল ফোন।এখনকার প্রজন্মের ছেলে মেয়েরা মোবাইলে আসক্ত হয়ে পড়েছে।তবে এখনো কমে গেলেও ধারাবাহিকতা বজায় রেখে সুন্দরবনে নৌকা বাইচ ও ডোঙা ছুট প্রতিযোগিতা চলে আসছে। আর সুন্দরবনের ছেলেদের ডোঙা ছুটের পাশাপাশি মেয়েদের ডিঙিবাইচ প্রতিযোগিতা হয়ে গেল। কুলতলি বিধানসভার মৈপীঠ উপকূল থানার গুড়গুড়িয়া ভুবনেশ্বরী পঞ্চায়েতের চৌরঙ্গী বটতলার মাতলা নদীর শাখা নদীতে মেয়েদের ডিঙিবাইচ ও ছেলেদের ডোঙা ছুট প্রতিযোগিতা হয়ে গেল। পূর্ব গুড়গুড়িয়ার চৌরঙ্গী বটতলা কালী পুজো কমিটির উদ্যোগে শনিবার ও রবিবার দুদিন ধরে ডিঙি বাইচ ও ডিঙা বাইচ প্রতিযোগিতা হয়ে গেল। শনিবার বিকালে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন গুড়গুড়িয়া ভুবনেশ্বরী পঞ্চায়েতের প্রধান বাবলু প্রধান, পঞ্চায়েত সদস্য সোনালী মান্না, এপিডিআর মানবাধিকার সংগঠনের জেলার সহ সম্পাদক মিঠুন মন্ডল,আয়োজক পুজো কমিটির সভাপতি খোকন মাইতি, সম্পাদক মিন্টু মাইতি সহ আরো অনেকে। আয়োজক কমিটির সভাপতি খোকন মাইতি বলেন, দীর্ঘ ২৮ বছর ধরে আমরা প্রতি বছর কালীপূজা উপলক্ষে এই ডিঙি বাইচ ও ডোঙা ছুট প্রতিযোগিতা করে থাকি। এবারই প্রথম ছেলেদের পাশাপাশি মেয়েদের নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় মেয়েদের ৮ টি দল ও ছেলেদের ১৬ টি দল অংশ নেন। এই প্রতিযোগিতায় অংশ নেন কুলতলি ও মৈপীঠ এলাকার মৎস্যজীবিরা। আর এই খেলা দেখতে আশেপাশের এলাকা থেকে বহু মানুষ উপস্থিত হয়েছিলেন। রবিবার দুপুরে ফাইনাল খেলা দেখতে উপস্থিত ছিলেন মৈপীঠ উপকূল থানার ওসি সমরেশ ঘোষ, গুড়গুড়িয়া ভুবনেশ্বরী পঞ্চায়েত প্রধান বাবলু প্রধান সহ আরো অনেকে। এদিন ফাইনালে চ্যাম্পিয়ন হন মহিলা বিভাগে টুম্পা দলুই এবং পুরুষ বিভাগে ইসমাইল মোল্লা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct