আপনজন ডেস্ক: ২০ ওভারের খেলা টি-টোয়েন্টিতেই ব্যাটসম্যানরা ঝড় তোলেন প্রতিনিয়ত। আর খেলাটা যদি হয় ৬ ওভারের, তাহলে যে কী হবে, সেটা ভেবে দেখুন তো!
হংকংয়ে চলছে সুপার সিক্স’স প্রতিযোগিতা। সেখানে ব্যাটসম্যানদের ছক্কার ঝড়ে দিশেহারা বোলাররা। এই টুর্নামেন্টের এক ম্যাচে ভারতের সাবেক ক্রিকেটার রবিন উথাপ্পার এক ওভারে ৩৭ রান নিয়েছেন ইংল্যান্ডের রবি বোপারা। আরেক ম্যাচে ইংল্যান্ডকে ছক্কায় ভাসিয়েছে ওমান। ৩৬ বলের ম্যাচের ২০ বলেই ছক্কা মেরেছেন ওমানের ব্যাটসম্যানরা।
ভারতের বিপক্ষে ম্যাচে দলটির অধিনায়ক উথাপ্পার ওভারের প্রথম ৫ বলে টানা পাঁচটি ছক্কা মারেন বোপারা। টানা ছয় ছক্কা যাতে না হয়, সেটি ভাবতে ভাবতে উথাপ্পা ষষ্ঠ বলটি ওয়াইড করে বসেন। তবে শেষ রক্ষা অবশ্য হয়নি। পরের বলেই আবার ছক্কা মেরে বসেন হংকং সিক্স’স-এ ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেওয়া বোপারা।
১৪ বলে ৮ ছক্কায় ৫৩ রান করে ‘আহত অবসর’ নেন বোপারা। এই রান করার পথে টানা ৮টি ছক্কা মারেন তিনি। ইংল্যান্ডের আরেক ব্যাটসম্যান সামিত প্যাটেল ১৮ বলে করেন ৫১ রান। ৬ ওভারে সব মিলিয়ে ১ উইকেটে ১২০ রান করে ইংলিশরা। ভারত ৬ ওভারে ৬ উইকেটে তুলতে পারে ১০৫ রান।
এর আগে আরেক ম্যাচে ইংল্যান্ড মুখোমুখি হয়েছিল ওমানের। ম্যাচটিতে আগে ব্যাটিং করে ওমান কোনো উইকেট না হারিয়ে ১৫৯ রান তোলে। দলটির দুই ব্যাটসম্যান ‘আহত অবসর’ নেন। যে চারজন ব্যাটসম্যান ব্যাটিং করেছেন, তাঁরা মিলে মারেন ২০টি ছক্কা। এ ছাড়া ৬টি চার মারেন তাঁরা। ইংল্যান্ড এর জবাবে ৪ উইকেটে ৯২ রানই শুধু করতে পেরেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct