আপনজন ডেস্ক: মধ্যপ্রাচ্যে শান্তি চান বলে দাবি করেছেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার নির্বাচনী প্রচারে আরব-আমেরিকান ভোটারদের সঙ্গে দেখা করেন তিনি। সেখানেই তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করতে চান তিনি। সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন জানা গেছে, মিশিগানের ডিয়ারবর্নে প্রচার চালাতে গিয়েছিলেন ট্রাম্প। এই অঞ্চলেই সবচেয়ে বেশি আরব আমেরিকানদের বাস। সেখানে সাবেক এই প্রেসিডেন্ট বলেন, ট্রাম্প প্রশাসনে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে আসবে। বিশেষ করে লেবানন ও ফিলিস্তিনে।
অ্যালবার্ট আব্বাস নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, মানবিক সব দিক দিয়ে বর্তমান প্রশাসন চরমভাবে ব্যর্থ। তাই তিনি ট্রাম্পকে সমর্থন করছেন। তিনি বলেন, ফিলিস্তিনকে মুছে ফেলা হচ্ছে। আমরা চুপ থাকতে পারি না। তাই ট্রাম্পকে বলছিছ দয়া করে এই রক্তবন্যা বন্ধ করতে আমাদের সাহায্য করুন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct