আপনজন ডেস্ক: নৌকা ভ্রমণ করতে কে না ভালবাসে! তবে বিশেষ করে যারা জলপ্রেমী মানুষ তাদের কাছে নৌকা গুরুত্বপূর্ণ অঙ্গ বলা চলে। তেমনই নৌকা চড়ে রেকর্ড গড়লেন আমেরিকার এক ব্যক্তি। তার নাম গ্যারি ক্রিস্টেনসেন। নৌকা তৈরি করে বিশ্ব রেকর্ড, এটা আজব শুনতে লাগলেও অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে গ্যারি। নৌকা তৈরির উপাদান শুনলে আপনিও চমকে উঠবেন। কেননা এই নৌকা কাঠের বা লোহার নয়, এটি হল কুমড়ো দিয়ে তৈরি। ১ হাজার ২১৪ পাউন্ড ওজনের বড় এক কুমড়ো দিয়ে বানিয়ে ফেললেন আস্ত একটা নৌকা। কুমড়োর নৌকা ভাসিয়ে দিলেন আমেরিকার ওয়াশিংটনের নদীতে। এই খেলনা খেলনা নয়, এই নৌকা চড়ে ৪৫ দশমিক ৬৭ মাইল ভ্রমণ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়লেন গ্যারি।
আমেরিকায় অরেগন অঙ্গরাজ্যের হ্যাপি ভ্যালি এলাকার গ্যারি ক্রিস্টেনসেন ২০১১ সাল থেকে তিনি বড় আকারের কুমড়ার চাষাবাদ করে আসছেন। ওয়েস্ট কোস্ট জায়ান্ট পাম্পকিন রেগাটা প্রতিযোগিতায় অংশ নিতে তিনি ২০১৩ সাল থেকে তার খেতের বিশাল আকারের কুমড়ো দিয়ে নৌকা বানানোর কাজ শুরু করেন। একবার কিংবা দুবার নয়, তিনি টানা চারবার এই প্রতিযোগিতায় জয়ী হয়েছেন। কুমড়ো কেটে নৌকা বানিয়ে দীর্ঘদিন ধরে প্রতিযোগিতায় অংশ নিয়ে ‘পাঙ্কি লোফস্টার’ খেতাবও পেয়েছেন কারস্টেন। আর কুমড়োর প্যাডেলচালিত নৌকা দিয়ে ভ্রমণ করে গড়ে ফেললেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।
তিনি এই নৌকা বানিয়ে ওয়াশিংটনের এই নদী থেকে ৪৫ দশমিক ৬৭ মাইল চালিয়ে কলম্বিয়া রিভারে যান গ্যারি। এতে তার মোট সময় লাগে ২৬ ঘণ্টা। এর আগে অন্য একজন কুমড়োর নৌকা ৩৯ মাইল চালিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়েছিলেন। তবে আগের রেকর্ডকেও তুবড়ি মেরে ভেঙে দিলেন গ্যারি।
এই নিয়ে গ্যারি কারস্টেন জানান, কুমড়োর নৌকা চালিয়ে নতুন রেকর্ড গড়ার পথ মোটেই সহজ ছিল না। প্রচণ্ড বাতাস আর উত্তাল নদীতে এই রেকর্ড গড়তে গিয়ে অনেক লড়াই করতে হয়েছে তাকে। তবুও সে থেমে থাকে নি। সব বাধা পেরিয়ে এগিয়ে গিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct