আপনজন ডেস্ক: ২০২২ ও ২০২৩ সালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিশ্বজুড়ে ১৬২ জন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকো।
শনিবার সংস্থাটির প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই বছরের এই সাংবাদিক হত্যার সংখ্যা আগের দুই বছরের তুলনায় বেশি। এদিকে সাংবাদিক হত্যার এসব ঘটনার প্রায় সব ঘটনাতেই দোষীদের কোনো সাজা হয় না বলেও জানিয়েছে ইউনেসকো।
সংস্থাটি বলেছে, বিশ্বজুড়ে এভাবে সাংবাদিক হত্যা বেড়ে যাওয়া ‘উদ্বেগজনক’। ইউনেসকোর মহাপরিচালক আদ্রে আজুলে এক বিবৃতিতে বলেছেন, ‘২০২২ ও ২০২৩ এ, শুধুমাত্র সত্য অনুসন্ধানে নিজেদের মহাগুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে গিয়ে প্রতি চার দিনে একজন সাংবাদিক খুন হয়েছেন।’ ‘সাংবাদিক হত্যাকাণ্ডের পেছনে থাকা অপরাধীদের সাজার আওতায় আনা নিশ্চিত করতে’ তিনি দেশগুলোকে আরও বেশি কিছু করার তাগাদা দিয়েছেন।
সবচেয়ে বেশি সাংবাদিক নিহত হয়েছেন লাতিন আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলে, ২ বছরে ৬১ জন। সবচেয়ে কম ছয় সাংবাদিক নিহত হয়েছেন উত্তর আমেরিকা এবং পশ্চিম ইউরোপে।
প্রতিবেদনে আরও দেখা গেছে, ২০২৩ সালে নিহত সাংবাদিকদের একটি বড় অংশ যুদ্ধক্ষেত্রে প্রাণ হারিয়েছেন। মোট ৪৪ জন, ওই বছর নিহত হওয়া মোট সাংবাদিকের ৫৯ শতাংশ। ২০১৭ সালের পর যুদ্ধক্ষেত্রে সাংবাদিক নিহত হওয়ার প্রবণতা হ্রাস পাচ্ছিল। ২০২২-২৩ সালে নিহত সাংবাদিকদের মধ্যে ১৪ জন নারী, মোট মৃত্যুর ৯ শতাংশ। তাঁদের মধ্যে অন্তত ৫ জনের বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে।
সাংবাদিক খুনের প্রায় সব ঘটনাই বিচারহীন থেকে গেছে। ২০০৬ সাল থেকে ইউনেসকো বিশ্বজুড়ে সাংবাদিক হত্যার খবর রাখছে। সংস্থাটির হাতে থাকা তালিকা অনুযায়ী, ৮৫ শতাংশ মামলাতেই কোনো সমাধানে পৌঁছানো যায়নি বা পরিত্যক্ত হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct