আপনজন ডেস্ক: সৌদি ফ্যালকন ক্লাবের ২০২৪ সালের নিলামের ত্রয়োদশ রাত্রিতে চারটি মর্যাদাপূর্ণ বাজপাখি মোট দুই লাখ ৭৭ হাজার রিয়াল মূল্যে বিক্রি করা হয়েছে। ভারতয়ি মুদ্রায় যা প্রায় ৬২ লাখ টাকা। নিলামটি রিয়াদের উত্তরে মালহামে ক্লাবের সদর দপ্তরে অনুষ্ঠিত হয়। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে আরব নিউজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন থেকে জানা যায়, সেই রাতে সর্বোচ্চ দাম হাঁকা হয়েছিল ‘ত্রাহ আমলাজ আল-হাসি’ নামে পরিচিত একটি শাহীন প্রজাতির ছানার, যা বাজপাখি পালনকারীরা ইউনিস ও আবদুর রহমান আল-জাহনির মালিকানাধীন ছিল। পাখিটি ৭৯ হাজার রিয়ালে বিক্রি করা হয়। এর পরই ছিল ‘ত্রাহ ফারাসান’ নামের আরেকটি শাহীন ছানা, যার মালিক আলী সুহাইল ও আহমাদ আল-আকিলি। সেই পাখিটি বিক্রি করা হয় ৭৭ হাজার রিয়ালে।
বাজপাখি পালনকারীরা নাদির, সাউদ ও ফাহাদ আল-ওতাইবির মালিকানাধীন তৃতীয় শাহীন ‘ত্রাহ ঝুলম’ ৭১ হাজার রিয়ালে এবং জাজান অঞ্চলের ‘ত্রাহ আল-সাওয়ারিমা’ ছানা বিক্রি করা হয় ৫০ হাজার রিয়ালে।
১৫ নভেম্বর পর্যন্ত এই নিলাম চলবে। সৌদি আরবের বাজপাখি পালকদের জন্য ক্লাবটির ব্যাপক সহায়তাস্বরূপ একটি আয়োজন এটি। দেশের বিভিন্ন অঞ্চল থেকে নিলামে আসা দলগুলোর জন্য আবাসন ও পরিবহন সুবিধার ব্যবস্থাও করা হয়ে থাকে।
এ ছাড়া নিলামে প্রতিটি বাজপাখির বিক্রি টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। এতে দেশজুড়ে বাজপাখিপ্রেমীদের এই ঐতিহাসিক লেনদেনগুলোতে অংশগ্রহণ ও প্রতিযোগিতামূলক দর হাঁকানোর উত্তেজনা উপভোগ করার সুযোগ পায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct