আপনজন ডেস্ক: কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার অভিযোগ করেছেন যে নরেন্দ্র মোদী সরকার কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে সংরক্ষণ মেনে শূন্যপদ পূরণ হচ্ছে না। তথ্যের অধিকার আইনে আবেদনের উত্তরে জানা গিয়েছে, ৪৬টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত ১৮,৯৪০টি শিক্ষক পদের মধ্যে ২৭ শতাংশ খালি রয়েছে। তিনি বলেন, যারা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের সংরক্ষণের অধিকার কেড়ে নিচ্ছে, তারা অন্যদের জনকল্যাণের পাঠ শেখাচ্ছে।
আরটিআই তথ্য তুলে ধরে জানান, এসসি, এসটি, ওবিসি সংরক্ষিত পদগুলির ৩৮ শতাংশেরও বেশি খালি রয়েছে। সুপ্রিম কোর্ট ৩২.১ শতাংশ, এসটি ৪০.৩ শতাংশ এবং ওবিসি ৪১.৮ শতাংশ শূন্য রয়েছে। তাঁর দাবি, অধ্যাপক বিভাগে ৫৫ শতাংশ পদ খালি রয়েছে এবং ৭১ শতাংশ ইডব্লুএস শিক্ষকের পদ শূন্য রয়েছে। ৩৫,৬৪০টি নন-টিচিং পদের ৪৭ শতাংশের বেশি পদও খালি রয়েছে। তাই মোদি সরকারের ‘সবকা সাথ, সবকা বিকাশ’ স্লোগান সামাজিক ন্যায়ের লড়াইকে উপহাস করছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct