আপনজন ডেস্ক: আগামী এক সপ্তাহ গোটা সাউথ বেঙ্গল প্রধানত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা। শুধু নর্থ বেঙ্গলে দু - এক জায়গায় খুব হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। শনিবার আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানান । তিনি বলেন,এই মুহূর্তে কোথাও কোনো সিস্টেম নেই। নিচের স্তরে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে নর্থ ওয়েস্ট আর্লি হাওয়া প্রবেশ করছে। তার ফলে প্রধানত আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা। শীতের আগমন শুরু হয়ে গেছে নর্থ ইস্ট্রলি উইন্ড আমাদের রাজ্যে প্রবেশ করছে ধীরে ধীরে। তাপমাত্রা কমার সম্ভাবনা আছে। এই মুহূর্তে দিনের তাপমাত্রা স্বাভাবিক থেকে বেশি আছে। ধীরে ধীরে সেটা কমার সম্ভাবনা রয়েছে। নভেম্বর মাসের শেষের দিক থেকে ঠান্ডা অনুভব করতে পারব। আবহাওয়া বিশেষজ্ঞদের এই বছরের প্রেডিকশন রয়েছে বিগত বছর থেকে ঠান্ডার পরিমাণটা বেশি থাকবে। ডিসেম্বরে হাড় কাঁপানো শীত অনুভূত হতে পারে কলকাতায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct