আপনজন ডেস্ক: ব্রিটেনে যাওয়ার উদ্দেশে একটি ডিঙ্গিতে ইংলিশ চ্যানেল অতিক্রম করার সময় একজন মারা গেছেন। এছাড়া একই দিনে আরো তিন অভিবাসন প্রত্যাশীর মৃতদেহ একটি সৈকতে পাওয়া গেছে। এ তথ্য জানিয়েছে ফরাসি উপকূলরক্ষী বাহিনী।
বুধবার সকালে ফ্রান্সের আঞ্চলিক অপারেশনাল সেন্টার ফর সার্ভিলেন্স অ্যান্ড রেসকিউ (ক্রস) হার্দেলো ও একুইহে-প্লাজের মধ্যবর্তী এলাকায় অভিবাসীদের একটি নৌকা দুর্দশাগ্রস্ত হওয়ার খবর পেয়ে তাদের উদ্ধারে একটি উদ্ধারকারী জাহাজ ও একটি ফরাসি নৌবাহিনীর হেলিকপ্টার পাঠানো হয়।
উদ্ধারকারীদল প্রায় ১৫ জনকে হেলিকপ্টারে করে নিরাপদে স্থানে নিয়ে যাওয়ার পর একজন সেখানে মারা যান। একইদিন বিকেলে নিকটবর্তী সমুদ্র সৈকতে আরো তিনজনের মরদেহ পাওয়া যায় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম ফ্রান্সইনফো ও লা ভোয়া দ্যু নর্দ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct