আপনজন ডেস্ক: স্পেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলে চলতি সপ্তাহে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে এক বছরের সমপরিমাণ বৃষ্টিপাতে আকস্মিক বন্যা দেখা দেয়। কয়েক দশকের মধ্যে রেকর্ড করা সবচেয়ে ভয়াবহ এই বন্যায় সবশেষ ২০২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন বহু মানুষ।
গত মঙ্গলবারের আকস্মিক এই বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ভ্যালেন্সিয়া অঞ্চল। সেই অঞ্চলেই ১৫৫ জনের মৃত্যু হয়েছে।
স্পেনের জরুরি সেবা বিভাগ জানিয়েছে, ঝড়ে শহর ও রাস্তাঘাট প্লাবিত হয়েছে। নদীর তীর ফেটে গেছে। হাজার হাজার মানুষ বিদ্যুৎ ও বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত হয়েছে। অনেক মানুষ নিখোঁজ রয়েছে, তবে এই সংখ্যাটি নিশ্চিত করতে পারছি না।
ভ্যালেন্সিয়ায় গত মঙ্গলবার ২৮ বছরের মধ্যে সবচেয়ে ভারী বৃষ্টিপাত হয়েছে। এর ফলে অনেকেই ভবনের বেসমেন্ট ও নিচের তলায় আটকা পড়েছে। জরুরি সেবা বিভাগ বলছে, যারা নিখোঁজ রয়েছেন তাদের জীবিত উদ্ধারের সম্ভাবনা ততই কমছে।
স্পেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলে প্রায়ই শরতের বৃষ্টি হলেও এবারের বৃষ্টিপাত ছিল নজিরবিহীন। বেশিরভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে ভ্যালেন্সিয়ায়। অঞ্চলটি ভূমধ্যসাগরীয় উপকূলে অবস্থিত এবং ৫০ লাখেরও বেশি মানুষের আবাসস্থল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct