সাবের আলি, ভরতপুর, আপনজন: ভোর নামতেই নারী ও পুরুষের দল গ্রাম জুড়ে পরিষ্কার পরিচ্ছন্নতায় নামে। সকালে গোটা গ্রাম ঝাঁ চকচকে। কেননা বৃহস্পতিবার ‘সিলসিলা এ কাদেরিয়া’র সাজ্জাদানশীন সাইয়েদেনা হজরত সৈয়দ শাহ্ ইয়াসুব আলী আল্ কাদেরী আল্ বাগদাদী গ্রামে দ্বিতীয়বারের জন্য পা রেখেছিলেন।
এদিন তিনি গ্রামের মোল্লাপাড়ায় উদ্বোধন করেন খানকাহ কাদেরিয়া শরীফের। তাই দিনভর কাতারে কাতারে মুরিদান বা অনুগামীরা ভিড় জমিয়েছেন। তিনদিন এখানে থাকার পর শনিবার তিনি প্রস্থান করবেন। স্থানীয় বাসিন্দা সৈয়দ আব্দুল আজিম ওরফে ইমরান বলেন, এর আগেও বাগদাদী একবার গ্রামে পা রেখেছিলেন।
দ্বিতীয়বার তিনি গ্রামে এসে খানকাহ কাদেরিয়া শরীফের উদ্বোধন করলেন। এই এলাকায় উনার প্রচুর মুরিদান রয়েছেন। তাই তিনদিন ধরে এখানে উৎসবের মেজাজে দেখা যাবে সকলকে। গ্রামের মুখ থেকে খানকাহ কাদেরিয়া শরীফ পর্যন্ত গোটা রাস্তার দুইধারে কাতারে কাতারে মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। বেলা বাড়তে সেই কাতার আরও বড় হয়ে যায়। স্থানীয় সিজগ্রাম পঞ্চায়েত প্রধান রাসমিনা বেগমের স্বামী আমির হামজা ওরফে থাম বলেন, হুজুর পাক গ্রামে তিনদিন থাকবেন। এই তিনদিন গ্রামে হাজার হাজার মানুষের জমায়েত হবে এটা আশা করা হচ্ছে। সেই কারণে গ্রামবাসীরাও সর্বদা প্রস্তুত রয়েছেন। মুসাফির থেকে সাধারণ মানুষ যাঁরা হুজুর পাকের দর্শন পেতে আসবেন। তাঁদের জন্য খোলা হয়েছে লঙ্গরখানা। বহুদূর থেকে বহু অনুগামি বাস ভাড়া করে এসেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct