নিজস্ব প্রতিবেদক, নদিয়া, আপনজন: শুক্রবার নদিয়া জেলার নজরুল স্মৃতি জুনিয়ার হাই মাদ্রাসায় পশ্চিমবঙ্গ এমএসকে স্টাফ ওয়েলফেয়ার এসোসিয়েশনের নদীয়া জেলা শাখার পক্ষ হতে দ্বিতীয় জেলা সম্মেলনের আয়োজন করা হয় । সম্পাদকের স্বাগত ভাষণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এই জেলা সম্মেলনের আহ্বায়ক মোঃ জাকির হোসেন। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সম্পাদক রুহুল আমিন সহ-সভাপতি নবাব আলী রাজ্য কমিটির অন্যতম সদস্য আব্দুল আলিম জেলা সম্পাদক মোঃ ফারহাদ মন্ডল সহ আরো অন্যান্য নেতৃত্ববৃন্দ। জেলার বিভিন্ন প্রান্ত হতে প্রায় ২০০ প্রতিনিধি উপস্থিত ছিলেন। আজকের এই জেলা সম্মেলনের মধ্য দিয়ে নতুন জেলা কমিটি গঠন ও সরকারের কিছু দাবি দাওয়া পেশ করা হয়। বিশেষ বিশেষ দাবি গুলোর মধ্যে প্রধান কয়েকটি দাবি হল এম এস কে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মাদ্রাসা শিক্ষা পর্ষদের অন্তর্ভুক্ত করতে হবে, মাদ্রাসা বোর্ডের রিকগনিশন দিয়ে পূর্ণ মাদ্রাসার মর্যাদা দিতে হবে, ছাত্র-ছাত্রীদের স্বার্থে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে হাই মাদ্রাসায় রূপান্তরিত করতে হবে, অবিলম্বে শূন্যপদ পূরণ করতে হবে, শিক্ষকদের সম্মানজনক বেতন কাঠামো প্রদান করতে হবে, কর্মরত স্টাফদের ইপিএফ ও ইএসআই চালু করতে হবে, অবসরকালীন ৫ লক্ষ ভাতা প্রদানের সরকারের নির্দেশ দ্রুত চালু করতে হবে , কর্মরত অবস্থায় কোন স্টাফের মৃত্যু হলে তার পরিবারকে এককালীন অর্থ এবং একজন সদস্যকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে প্রভৃতি।
, বিভিন্ন প্রতিষ্ঠানে ভারপ্রাপ্ত শিক্ষক হিসেবে কর্মরত শিক্ষা সম্প্রসারক গন যাঁদের কার্যকালের মেয়াদ তিন বছর পূর্ণ হয়েছে তাদেরকে মুখ্য শিক্ষা সম্প্রসারক হিসাবে নিয়োগপত্র দিতে হবে ,আরো অন্যান্য দাবি দাওয়া কে সামনে রেখে আজকের এই ত্রৈবার্ষিক জেলা সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct