নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন গড়ে তুলতে বুধবার কলকাতায় একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড, জামাতে ইসলামী হিন্দ, সংখ্যালঘু যুব ফেডারেশন, কলকাতা খেলাফত কমিটি সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় সিদ্ধান্ত হয় যে, বিভিন্ন জেলায় নতুন ওয়াকফ বিলের সর্বনেশে ধারার বিষয়ে জনসচেতনতা গড়ে তুলতে একটি করে কনভেনশন করা হবে। আর সে উপলক্ষেই শীঘ্রই কলকাতায় একটি প্রতিনিধি সম্মেলনের আয়োজন করা হবে।
এদিনের সভায় উপস্থিত ছিলেন হযরত মাওলানা আনসার আলাম কাশ্মীর ডক্টর সরফরাজ আদিল মৌলানা কামরুজ্জামান মাওলানা আবু তালেব আনোয়ার হোসেন কাসেমী নিজামুদ্দিন বিশ্বাস মাওলানা আক্তার হোসেন মাওলানা আমিনুল আম্বিয়া ওমর ওয়ারিশ,প্রমূখ উপস্থিত ছিলেন।
সমগ্র বক্তাদের বক্তব্য মধ্য দিয়ে উঠে আসে ফ্যাসিজ বিজেপি সরকার একের পর এক সংখ্যালঘু মুসলমানদের উপরে অত্যাচার শুরু করেছে কখনো বাবরি মসজিদ কাশ্মীরে ৩৭০ ধারা একাধিক জায়গার নাম পরিবর্তন করা তিন তালাক তুলে দেয়া এমনকি মুসলিম পার্সোনাল লর উপরেও আঘাত হেনে চলেছে। তারা বলেন সহ্যের একটা সীমা আছে আমরা যত চুপ থেকেছি তত সুযোগ পেয়ে বসেছে তাই এবার আর চুপ নয়। বৃহত্তর আন্দোলন গড়ে এই কালা কানুনের বিরুদ্ধে গজিয়ে উঠতে সারা দেশের মানুষের ঐক্যবদ্ধ হওয়ার ডাক একাধিক সংগঠনের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct