সাইফুল লস্কর, আলিপুর, আপনজন: মাদ্রাসা শিক্ষক ও অশিক্ষক কর্মীদের বদলির সুযোগ করে দিয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন। গত মাসের বেতনও চালু হয়ে গেছে। এই বার তাদের পুরোনো মাদ্রাসা থেকে সদ্য যোগদান করা মাদ্রাসাতে দ্রুত ভবিষ্যনিধি ট্র্যান্সফার এর জন্য জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক ও অতিরিক্ত মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শকদের নিকট আবেদন জানাল তৃণমূল পন্থী মাদ্রাসা শিক্ষক সংগঠন। দক্ষিন চব্বিশ পরগনা জেলা সহ অন্যান্য জেলা গুলির বদলি হওয়া শিক্ষক ও অশিক্ষক কর্মীদের কর্ম জীবনের সার্ভিস বুকেও যাতে দ্রুত কাউন্টারসাইন করে দেওয়া হয় সে বিষয়ে আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করেন তৃণমূল মাদ্রাসা শিক্ষক নেতা আবু সুফিয়ান পাইক। ভবিষ্যনিধির কাজ অনলাইন এর মাধ্যমে হলে সমস্যা কমবে বলে তিনি জানান। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অতিরিক্ত জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শকের দফতরে উপস্থিত হয়ে শিক্ষকরা ব্রজেন্দ্রনাথ মন্ডলকে পুষ্প স্তবক দিয়ে সম্মান জ্ঞাপন করেন। পি .এফ. এর অনলাইন কাজ যাতে দ্রুত সম্পন্ন হয় সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান ব্রজেন্দ্রনাথ মন্ডল। নথি পত্র ঠিকঠাক জমা দেওয়া হলে বদলি হওয়া শিক্ষকদের সার্ভিস বুকেও কাউন্টারসাইন দ্রুত সম্পন্ন করা হবে জানান আধিকারিকরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct