ঝাড়খন্ড ও বাংলা এই দুই রাজ্যের যৌথ উদ্যোগে এক সক্রিয় মাওবাদী আত্মসমর্পন করলেন পশ্চিম মেদিনীপুর পুলিশ অফিসে ৷ অস্ত্র সহ এই আত্মসমর্পন করেন ঝাড়খন্ডের ইষ্ট সিংভূম জেলার পুলিশ সুপার অনুরঞ্জন কেশপত্তা ও পুলিশ সুপার ভারতী ঘোষের কাছে ৷ আকাশ বিকাশের সক্রিয় সহযোগী ভীম সরেন(২৬) একাধিক বিস্ফোরন ও খুনের মামলাতে ওয়ান্টেড ছিলেন ৷ভারতী ঘোষ জঙ্গলমহলের পশ্চিম মেদিনীপুর থেকে বদলীর আগে রাজ্য সীমানাকে খানিকটা নিরাপদ করে গেলেন বলে পুলিশের দাবি ৷
মঙ্গলবার বিকালে ঝাড়খন্ড রাজ্য ও পশ্চিমবঙ্গে একাধিক নাশকতার অভিযোগে ফেরার ছিল মাওবাদী নেতা ভীম সোরেন ওরফে কার্তিক(২৬) ৷ তার বাড়ি পশ্চিম মেদিনীপুরের কতোয়ালী থানার অন্তর্গত চিলগোড়া এলাকাতে ৷ জঙ্গলমহল অস্থির পরিস্থিতি তৈরী হতে প্রথমে জনসাধারনের কমিটি,পরে বিকাশের হাত ধরে ভীম মাওবাদীতে নাম লেখায় ৷ সেখান থেকে আকাশের সংস্পর্শে প্রশিক্ষন নিয়ে ঝাড়খন্ডের গোড়াবান্দা স্কোয়ার্ডের নেতৃত্বের দায়ীত্ব পায় সে এরিয়া কমান্ডার হিসেবে,সেখানে আকাশের সঙ্গী হিসেবে কাজ করতো সে ৷ এরপর একাধিক নাশকতার সঙ্গে হাত পাকিয়েছিল সে ৷ এরমধ্যে ঝাড়খন্ডেই ছিল ৯ টি ৷ তারমধ্যে ইউএপিএ-র মতো কড়া ধারাতে তিনটি মামলা রয়েছে ৷ এই সমস্ত মামলাতে ঝাড়খন্ডে সে ওয়ান্টেড ছিল ৷ এই রাজ্যের বেলপাহাড়িতেও বহু নাশকতার মামলা রয়েছে তার বিরুদ্ধে ৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct