আপনজন ডেস্ক: যুক্তরাষ্ট্রের নায়াগ্রা জলপ্রপাতে নিরাপত্তা রেলিং পেরিয়ে নিচে পড়ে গিয়েছিলেন একজন মা ও তার দুই সন্তান। পুলিশের বরাত দিয়ে নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, ওই তিনজনেরই মৃত্যু হয়েছে। দুই সন্তানের মধ্যে একজন মাত্র পাঁচ মাস বয়সি শিশু। তবে নিউ ইয়র্ক পুলিশ বলছে, এটি কোনো দুর্ঘটনা নয়, বরং ‘ইচ্ছাকৃত’।
নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, নিউ ইয়র্ক স্টেট পুলিশ জানিয়েছে, নিহত নারীর নাম চিয়ান্তি মিন্স (৩৩)। ছেলে ও মেয়েকে নিয়ে গত সোমবার (২৮ অক্টোবর) রাতে তিনি নিরাপত্তা রেলিং অতিক্রম করে আইল্যান্ডের কাছে জলপ্রপাতের দিকে এগিয়ে যান। পুলিশ জানিয়েছে, সোমবার রাতে লুনা দ্বীপের গার্ডেলের ওপর থেকে জলপ্রপাতটির ২০০ ফুট উচ্চতা থেকে ঝাঁপ দিয়েছেন চিয়ান্তি মিন্স। লুনা দ্বীপে নায়াগ্রা জলপ্রপাতের সৌন্দর্য উপভোগ করেন পর্যটকরা।
এটি নিউ ইয়র্কের নায়াগ্রা জলপ্রপাতের ওপর অবস্থিত জনপ্রিয় স্থান। পুলিশ ঘটনার দিন রাত ৯টার দিকে জানায়, ‘তদন্তকারীরা ধারণা করছেন, ওই মা তার দুই সন্তানসহ ইচ্ছাকৃতভাবে জলপ্রপাতে ঝাঁপ দিয়েছিলেন।’ নিউ ইয়র্ক স্টেট ট্রুপার জেমস ও’ক্যালাগানের মতে, তদন্তকারীরা ঘটনার পেছনের কারণ বোঝার জন্য বেশ কিছুদিন সময় নিয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct