মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: জীবনটা সবে শুরু করেছিলেন তারা। কিন্তু দীপাবলীর রাতে এক ভয়াবহ দুর্ঘটনা কেড়ে নিল চারজন ছাত্রের প্রাণ। এই মর্মান্তিক দুর্ঘটনায় একটি মহিলা গুরুতর আহত হন, যাকে কালনা থেকে কৃষ্ণনগরে স্থানান্তরিত করা হয়েছে। শুক্রবার সকাল প্রায় এগারোটায় কালনা হাসপাতালে নিহতদের পরিবারের পাশে দাঁড়ান এলাকার বিধায়ক ও রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। জানা গেছে, নিহতরা হলেন সমুদ্রগড় ডাঙ্গাপাড়ার বাসিন্দা নামাজ আলী মন্ডল, আবু বাক্কার সিদ্দিকী ও আব্দুল সেলিম মোল্লা এবং পারুল ডাঙ্গার দশম শ্রেণীর ছাত্র আরিফ শেখ। নামাজ আলী ও আবু বাক্কার পারুল ডাঙ্গা নসরতপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ছিলেন, আর আব্দুল সেলিম কলেজ শেষ করে পুলিশের ট্রেনিংয়ের জন্য কোচিং করছিলেন।
তথ্য অনুযায়ী, চারজন ছাত্র নবদ্বীপ থেকে ফেরার পথে বাইক চালিয়ে আসছিলেন। এ সময় এক মহিলাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে তাদের বাইকটি একটি বোলেরো পিকআপ ভ্যানের সাথে ধাক্কা খায়, যার ফলে ঘটনাস্থলেই চারজন ছাত্রের মৃত্যু হয়। আহত মহিলাকে বর্তমানে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। শুক্রবার কালনা হাসপাতালে তাদের মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। এরপর পরিবারের হাতে তুলে দেওয়া হয় মৃতদেহগুলি। চার ছাত্রের লাশ গ্রামে পৌঁছানো মাত্রই শোকে ভেসে যায় পুরো এলাকা। হাজারো মানুষের উপস্থিতিতে তাদের জানাজার নামাজ হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct