আপনজন ডেস্ক: জন সুরজ পার্টির প্রধান তথা ভোটকুশলী প্রশান্ত কিশোর শুক্রবার বলেন, মুসলিম সম্প্রদায় থেকে সম্মতি না মিললে কেন্দ্রীয় সরকার দেশে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করতে পারবে না।তিনি বলেন, গণতন্ত্রে কোনও আইন প্রবর্তনের আগে সরকারকে অবশ্যই জনগণের আস্থা অর্জন করতে হবে যারা এর দ্বারা প্রভাবিত হবে। ভোটকুশলী থেকে রাজনীতিকে পরিবর্তিত পি কে বলেন, ইউনিফর্ম সিভিল কোড প্রয়োগ করা উচিত কিনা তা একটি বড় বিতর্ক হিসাবে রয়ে গেছে। যতক্ষণ না মুসলিম জনসংখ্যা, অর্থাৎ দেশের জনসংখ্যার ২০ শতাংশের সম্মতি মিলছে, ততক্ষণ আপনি এই ধরনের ‘উগ্রপন্থী’ আইন কেন্দ্র প্রয়োগ করতে পারবে না।তিনি বলেন, আমরা সিএএ-এনআরসি মামলায় দেশজুড়ে বিক্ষোভ দেখেছি। আইনের দ্বারা যারা ক্ষতিগ্রস্ত হবে তাদের সরকারের উপর আস্থা না থাকলে তা বাস্তবায়ন করা যাবে না।আইন আনার আগে সংশ্লিষ্টদের আস্থা অর্জন না করলে কী হবে, তার উদাহরণ হিসেবে কেন্দ্রের কৃষি আইন প্রত্যাহারের কথা তুলে ধরেন তিনি। উদাহরণ হিসেবে প্রশান্ত কিশোর বলেন, দেখুন, কৃষি আইনে হিন্দু-মুসলিম ইস্যু ছিল না। কৃষকদের সম্মতি না নিয়েই আইন পাশ করল কেন্দ্রীয় সরকার। তাহলে এর ফলাফল কী? সরকারকে আইনটি বাতিল করতে হয়েছে। সুতরাং ইউসিসি হোক বা অন্য আইন, সেই আইনের দ্বারা যারা ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে তাদের বিবেচনায় না নিলে আপনি তা বাস্তবায়ন করতে পারবেন না। এটাই গণতন্ত্রের শক্তি। এ বছরের স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিন্ন দেওয়ানি বিধির (ইউসিসি) পক্ষে সওয়াল করে বলেছিলেন, দেশকে ধর্মভিত্তিক বৈষম্য থেকে মুক্ত করতে ভারতকে এখন ধর্মনিরপেক্ষ দেওয়ানি বিধির দিকে যেতে হবে।মোদি বলেছেন, আমাদের দেশে সুপ্রিম কোর্ট অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বারবার আলোচনা করেছে এবং বহুবার আদেশ দিয়েছে। দেশের একটা বড় অংশ বিশ্বাস করে, এবং এটাও সত্যি, যে দেওয়ানি বিধি নিয়ে আমরা বাস করছি, তা আসলে এক অর্থে সাম্প্রদায়িক দেওয়ানি বিধি, বৈষম্যমূলক দেওয়ানি বিধি।প্রধানমন্ত্রী বলেছেন, আমি বিশ্বাস করি যে এই গুরুতর বিষয়টি নিয়ে সারা দেশে আলোচনা হওয়া উচিত। সবাইকে তাদের পরামর্শ নিয়ে এগিয়ে আসতে হবে। ইউসিসি বাস্তবায়নের প্রতিশ্রুতি ২০২৪ সালের সাধারণ নির্বাচনের জন্য বিজেপির নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত ছিল। ইউনিফর্ম সিভিল কোড বিলটিতে ভারতে সমস্ত নাগরিকের জন্য অভিন্ন নিয়মে বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার এবং সম্পত্তির অধিকার অন্তর্ভুক্ত করা হবে। ইউসিসি তাদের ধর্ম, লিঙ্গ বা যৌন দৃষ্টিভঙ্গি নির্বিশেষে সমস্ত নাগরিকের জন্য সমানভাবে একটি অভিন্ন দেওয়ানি বিধি প্রযোজ্য করবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct