আপনজন ডেস্ক: আবাস যোজনায় বাড়ি তৈরির টাকা পাওয়া নিয়ে রাজ্য সরকার বিশেষ সার্ভে শুরু করেছে। তাতে বহু পাকা বাড়ি বা আর্থিক সম্পন্ন মানুষের সন্ধান মিলছে। এর ফলে আবাস যোজনায়র তালিকায় নাম ওঠার পরও তা বতিল কেরা হচ্ছে। এ নিয়ে সাধারণ মানুষের মনে আতঙ্ক সৃষ্টি হয়েছে এই মর্মে যে প্রকৃত দাবিদারদের আবাস যোজনার বরাদ্দ বাদ যাবে না তো। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকারের দায়িত্বপ্রাপ্ত আলাপন বন্দ্যোপাধ্যায় জানিযেছেন, প্রকৃত প্রাপকরা কেউ বাদ যাবে না। দরকার হলে পুনরায় যাচাই করা হবে। ১১টি কারণের আওতায় প্রাথমিক তালিকা থেকে যাদের নাম বাদ পড়েছে, তাদের আবেদন পুনরায় যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। নবান্ন সূত্রে খবর, যাচাই করার পরে প্রায় ৪ লক্ষ ১৮ হাজার ৪৪৫ জনের নাম বাদ গেছে। তাদের মধ্যে সাড়ে তিন লক্ষেরই ছিল পাকা বাড়ি। তবে কাঁচা বাড়িতে ইটের আংশিক গাঁথুনি বা ভিত ছাড়ের তালিকায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct