সেখ রিয়াজুদ্দিন , বীরভূম, আপনজন: আলোর উৎসব দীপাবলির রাতেই অন্ধকার নেমে আসে রাজনগর থানার গৌরীবাগান গ্রামের এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে। পরিবার সূত্রে জানা যায় যে,যুবকের নাম নির্মল দাস। পিতা দু:খহরণ দাস। দুই ভাইয়ের মধ্যে নির্মল ছোট। হায়দ্রাবাদের একটি ফুড কোম্পানিতে ডেলিভারি বয় হিসেবে কাজ করতো। বরাবরই ভালো ছেলে হিসেবে সুনাম ছিল গ্রামে। পুজোর সময় বাড়ি আসে এবং গত বৈশাখ মাসে তার বিয়েও হয়। বুধবার সকাল থেকেই সে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজি করার পর বুধবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ নিজেদের টিনের কোঠা বাড়ির ওপর তলায় গলায় নাইলন দড়ির ফাঁসে ঝুলতে দেখা যায়। এরপর তড়িঘড়ি স্থানীয় রাজনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে হাজির হয় রাজনগর থানার পুলিশ এবং মৃতদেহটি বুধবার রাতেই ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।ময়নাতদন্তের পর বৃহস্পতিবার দুপুরে গ্রামের বাড়িতে তার নিথর দেহ পৌঁছালে গ্রাম্য যুবককে শেষ দেখা দেখতে ভিড় জমান এলাকার মানুষজন। পরবর্তীতে বক্রেশ্বর মহাশ্মশানে বৈষ্ণব মতে তার দেহ সমাধিস্থ করা হয়। কি কারণে এই অঘটন, তা নিয়ে ধন্দে রয়েছে পরিবার সহ সকলেই। এলাকায় শোকের ছায়া। এ বিষয়ে সংবাদ মাধ্যমকে জানান মৃত যুবকের সম্পর্কে দাদা কর্ন দাস।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct