দেবাশীষ পাল , মালদা, আপনজন: মালদার গাজোলে ভারত মুক্তি মোর্চা এবং রাষ্ট্রীয় পিছড়ে বর্গ মোর্চার পক্ষ থেকে একাধিক দাবিতে ভারত বনধ কর্মসূচি পালন করেন। তাদের দাবি মূলত জাতি আধারিত জনগণনা এবং সংখ্যা অনুপাতে সব জায়গায় ভাগীদারি না দেওয়ার বিরুদ্ধে এবং ইভেম এ ভোট চুরির বিরুদ্ধে ও ব্লোড পেপার এ সমর্থনে ৩০ অক্টোবর ভারত বনধ কর্মসূচি পালন হয় । বনধ করা হয় মালদার গাজোল, হবিবপুরের আইহো, বামনগোলা পাকুয়াহাট এলাকায় এদিন তাদের পক্ষ থেকে প্রথমে বামনগোলা মোর ৫১২ নং জাতীয় সড়ক থেকে একটি র্যালি বের করে গাজোলের বিভিন্ন জায়গায় ঘুরে এসে পুনরায় বামনগোলা মোর পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। গাজোল থানার পুলিশে হস্তক্ষেপে পথ অবরোধ উঠে যায় পরে বালুরঘাট ৫১২ নং জাতীয় সড়কের ধারে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করতে থাকে । এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন : ভারত মুক্তি মোর্চার রাষ্ট্রীয় পিছড়া বর্গ ওবিসি মোর্চার রাজ্য সভাপতি শ্যামল মাহাতো, আদিবাসী একতা পরিষদ মালদা জেলা সদস্য ব্যঞ্জন হেমব্রম থেকে দলের সদস্যরা। অন্য দিকে পাকুয়াহাট এলাকায় ভারত মুক্তি মোর্চা এবং রাষ্ট্রীয় পিছড়ে বর্গ মোর্চার পক্ষ থেকে একটি র্যালি বের করা হয় সেই র্যালিটি পাকুয়াহাট এলাকা পরিক্রমা করে আম্বেদকার মোড়ে মালদা নালাগোলা রাজ্য সড়ক পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে,, একই সাথে আইহো বাসস্ট্যান্ডে সংগঠনের পক্ষ থেকে রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ করে তাদের দাবি তুলে ধরে বিভিন্ন বিষয় নিয়ে রাজ্য সরকার থেকে কেন্দ্র সরকারকে কটাক্ষ করে ভাষণ দিতে থাকে সংগঠনের তরফে প্রায় আড়াইটা পর্যন্ত এই অবরোধ চলতে থাকে যার জেরে যান চলাচল দেওয়া বনধ হয়ে পড়ে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct