আজিম শেখ , বীরভূম, আপনজন: ইন্দিরা গান্ধী ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের কেন্দ্রীয় ব্যক্তিত্ব এবং আজ পর্যন্ত ভারতের প্রথম এবং একমাত্র মহিলা প্রধানমন্ত্রী। তিনি ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কন্যা। ইন্দিরা গান্ধী (জন্ম ১৯ নভেম্বর, ১৯১৭, এলাহাবাদ, মৃত্যু ৩১ অক্টোবর, ১৯৮৪, নতুন দিল্লি)। ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ যিনি ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন ভারতের। টানা তিন মেয়াদে (১৯৬৬-৭৭) এবং ১৯৮০ থেকে ১৯৮৪ সালে তাকে হত্যা করা পর্যন্ত চতুর্থ মেয়াদে দায়িত্ব পালন করছেন। তাই সারা রাজ্যজুড়ে তার মৃত্যুদিন পালন। আজ একইসঙ্গে বীরভূমের বিভিন্ন ব্লকে তার মৃত্যুদিন পালন করা হয় এবং তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। বীরভূমের রামপুরহাট, নলহাটি, মল্লারপুর সাঁইথিয়া, বোলপুর সিউড়ি, বিভিন্ন জায়গায় এই দিনটি কংগ্রেস কর্মীরা পালন করলেন। সাঁইথিয়া ব্লক ব্লক কংগ্রেসের পক্ষ থেকে শশীভূষণ বালিকা উচ্চ বিদ্যালয়ে সামনে ও নবগ্রাম অঞ্চল অফিসের কার্যালয়ে ইন্দিরা গান্ধীর প্রতি ছবিতে মাল্যদান করেন সাইথিয়া ব্লক কংগ্রেস সভাপতি আবুল কালাম শেখ ও কার্যকারী সভাপতি । একইসঙ্গ ময়ূরেশ্বর বিধানসভার গদাধরপুর বাজারে সকাল ১০ টায় ময়ূরেশ্বর - ১ নং ব্লক কংগ্রেসের পক্ষ থেকে জেলা কংগ্রেস কমিটির কার্যকারী সভাপতি সৈয়দ কাসাফদ্দোজা ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং ইন্দিরা গান্ধীর জীবনী সম্বন্ধে বক্তব্য রাখেন । যিনি দেশের একতা, অখণ্ডতা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভাইচারিতা রক্ষা করার জন্য নিজের সবটুকু উৎসর্গ করেছেন এবং দেশের জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়ূরেশ্বর ১ নং ব্লক কংগ্রেস সভাপতি পার্বতী কুমার চৌধুরী, জেলা কংগ্রেস কমিটির সদস্য শান্তিরাম মাল, যুব কংগ্রেস কমিটির জেলা সাধারণ সম্পাদক বজরুল হক, ময়ূরেশ্বর বিধানসভার যুব কংগ্রেস কমিটির সভাপতি সাইফার সেখ, ব্লক কংগ্রেস কমিটির ্েসেসি, এসটি সেলের চেয়ারম্যান ধীরেন দুলুই, কানাচি অঞ্চল কংগ্রেস সভাপতি সাকাল সেখ ও অন্যান্য নেতৃবৃন্দ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct