আপনজন ডেস্ক: ওয়াশিংটনের মধ্যস্থতায় অচিরেই হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে যুদ্ধবিরতি সম্ভব বলে মন্তব্য করেছেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। বৃহস্পতিবার লেবাননের আল জাদেদ টিভির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স। লেবাননের সম্প্রচারমাধ্যম আল-জাদীদকে দেওয়া সাক্ষাৎকারে নাজিব মিকাতি বলেন, আজ (বুধবার) হচস্টেইনের সঙ্গে কথোপকথনে মনে হলো, সম্ভবত আমরা আগামী কয়েক দিনের মধ্যে—৫ নভেম্বরের আগে একটি যুদ্ধবিরতিতে পৌঁছাতে পারি। হচস্টেইন বৃহস্পতিবার এই ইস্যুতে আলোচনা করতে ইসরায়েল সফর করবেন। এদিকে, হিজবুল্লাহর নতুন প্রধান নাঈম কাসেম বলেছেন, গ্রহণযোগ্য শর্তে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে তার দল রাজি। তবে এখন পর্যন্ত কার্যকর কোনো প্রস্তাব পাননি তারা। এ বিষয়ে নাজিব মিকাতি বলেন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি...আগামী কয়েক ঘণ্টা বা দিনের মধ্যে যুদ্ধবিরতি অর্জন করতে। লেবাননের প্রধানমন্ত্রী মিকাতি বলেন, হিজবুল্লাহ এখন আর লেবাননে যুদ্ধবিরতির শর্ত হিসেবে গাজায় যুদ্ধবিরতির বিষয়টি সামনে আনছে না। তবে দেরিতে এই মত পরিবর্তনের জন্য দলটির সমালোচনা করেন মিকাতি।
এর আগে, মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছিল, লেবাননে যুদ্ধবিরতি নিয়ে গাজাভিত্তিক ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে দূরত্ব বজায় রাখার ইঙ্গিত দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই লেবাননে যুদ্ধবিরতি নিয়ে একটি চুক্তি সম্পন্ন হতে পারে।
প্রতিবেদন অনুসারে, লেবাননে হিজবুল্লাহর সঙ্গে একটি যুদ্ধবিরতি কার্যকর করার লক্ষ্যে এরই মধ্যে ইসরায়েলি মন্ত্রিসভা, সেনা কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থাগুলোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct