আপনজন ডেস্ক: যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার শেষ দিকে এসে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ও দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সমাবেশে হাজির হয়েছেন পরিচ্ছন্নতাকর্মীর বেশে। সম্প্রতি প্রতিপক্ষ রিপাবলিকান পার্টির সমর্থকদের ‘আবর্জনা’ বলে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে বাইডেনের এমন মন্তব্যে রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প বেশ মজাদারভাবে জবাব দিয়েছেন। জানা গেছে, বুধবার একটি আবর্জনাবাহী ট্রাকে বসে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতা সেরেছেন আসন্ন মার্কিন নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প। আগামী ৫ নভেম্বরের নির্বাচনের আগে শেষ মুহূর্তের প্রচার চালাচ্ছেন ট্রাম্প ও তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমালা হ্যারিস। মঙ্গলবার রাতে শেষ মুহূর্তের প্রচারের অংশ হিসেবে ওয়াশিংটনে বিশাল এক সমাবেশে অংশ নেন কমলা হ্যারিস। প্রচারণার শেষ সপ্তাহে এ দিন কমলা নিজের চূড়ান্ত বক্তব্য তুলে ধরবেন বলে আশা করা হয়েছিল। কিন্তু সমাবেশে তাকে বাইডেনের করা এক মন্তব্যের ব্যাখ্যা দিতে হয়েছে। পরদিন বুধবার উইসকনসিনের একটি বিমানবন্দরে ব্যক্তিগত প্লেন থেকে নেমে সোজা আবর্জনাবাহী একটি ট্রাকে গিয়ে ওঠেন ট্রাম্প। সেখান থেকেই সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ‘আবর্জনা’ শব্দটি নিয়ে বেশ হইচই শুরু হয়। কারণ নিউইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ট্রাম্পের সমাবেশে তার একজন মিত্র মঞ্চে বক্তব্য দেওয়ার সময় ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের দ্বীপপুঞ্জ পুয়ের্তো রিকোকে ‘আবর্জনার ভাসমান দ্বীপ’ বলেছিলেন। এমন বক্তব্যের পর বিষয়টি নিয়ে রক্ষণাত্মক অবস্থানে ছিল রিপাবলিকান প্রচার শিবির। কিন্তু এ নিয়ে প্রেসিডেন্ট বাইডেনের মন্তব্যের পর ট্রাম্প বিষয়টি লুফে নেন এবং রাজনীতির খেলা শুরু করেন। তিনি দেখাতে চাইছেন, তিনি ও তার সমর্থকেরাই বরং প্রতিপক্ষের কটু মন্তব্যের শিকার হয়েছেন। পুয়ের্তো রিকোকে ‘আবর্জনার ভাসমান দ্বীপ’ বলার প্রতিক্রিয়ায় জো বাইডেন বলেছিলেন, সেখানে আমি যে আবর্জনা ভাসতে দেখছি, তা মূলত তার (ট্রাম্প) সমর্থকরা।
যদিও বাইডেনের এ মন্তব্যের ব্যাখ্যা দিয়ে হোয়াইট হাউস জানায়, ওই বক্তব্যে প্রেসিডেন্ট বাইডেন প্রকৃতপক্ষে ট্রাম্পের বাগাড়ম্বরপূর্ণ কথাবার্তাকে বোঝাতে চেয়েছেন, তার সমর্থকদের নয়।
এদিকে, আবর্জনাবাহী ট্রাকের কেবিনে বসে ট্রাম্প বলেন, আপনাদের কী আমার আবর্জনার ট্রাক পছন্দ হয়েছে। এই ট্রাক কমালা ও জো বাইডেনের সম্মানে। যুক্তরাষ্ট্রের মানুষকে ঘৃণা করে প্রেসিডেন্ট হতে পারবেন না। আমার বিশ্বাস, তারা সেটিই করেন।
সেখান থেকে গ্রিন বেতে সমাবেশ করতে যান ট্রাম্প। সমাবেশে তার পরনে কমলা রঙের জ্যাকেট ছিল।
এদিকে, গত ৭ সেপ্টেম্বর উইসকনসিনের মোসিনে একটি সমাবেশে ট্রাম্পের দেওয়া বক্তব্যের এক ভিডিও প্রকাশ করেছে ট্রাম্পবিরোধী রাজনৈতিক গ্রুপ দ্য লিঙ্কন প্রজেক্ট। ভিডিওটির সত্যতা যাচাই করেছে সংবাদমাধ্যম এএফপি। ভিডিওতে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থানের পরিসংখ্যান নিয়ে কমলাকে আক্রমণ করে ট্রাম্পকে বলতে শোনা যায়, ভাইস প্রেসিডেন্টের (কমলা) চারপাশে থাকা লোকজন আবর্জনা। তারা নোংরা এবং তারা আমাদের দেশকে টেনে নামাতে চান। তারা একেবারে আবর্জনা। সেই সময়ে নর্থ ক্যারোলাইনায় সমাবেশ করেন কমলা। সেখান থেকে পেনসিলভানিয়া ও উইসকনসিনে যান তিনি। যুক্তরাষ্ট্রের যে সাতটি অঙ্গরাজ্য নির্বাচনের যুদ্ধক্ষেত্র বলা হচ্ছে, তার তিনটি এ তিন অঙ্গরাজ্য।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct