রঙ্গিলা খাতুন , কান্দি, আপনজন: কোনো শিক্ষক ছাড়াই ইউটিউব থেকে শিক্ষা নিয়ে, জাতীয় প্যারা অলিম্পিকে সাঁতার প্রতিযোগীতায় দ্বিতীয় হয়ে মুর্শিদাবাদের নাম উজ্জ্বল করেছে বহরমপুরের তৌফিকা খাতুন। ছোট্ট থেকেই মেধাবী ছাত্রী তৌফিকা এবারে জাতীয় সাঁতার প্রতিযোগীতায় ৫ টি পুরস্কার পেয়েছে। কিন্তু আগামী দিনে জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগীতায় দেশের নাম উজ্জ্বল করতে চাই তবে বাঁধা হয়ে দাড়িয়েছে আর্থিক অনটন, দারিদ্র পরিবার থেকে উঠে আসা তৌফিকা আগামীদিনে এগিয়ে যাওয়ার জন্য সরকারী সাহায্যের আবেদন জানিয়েছেন জীবন্তির তৌফিকা খাতুন। বাড়ির পাশে পুকুর, সেই পুকুরে ইউটিউব দেখে সাঁতার শেখা আর সেখান থেকেই স্বপ্ন দেখে বড়ো হওয়া তৌফিকা খাতুন। জাতীয় প্রতিবন্ধী অলিম্পিকে ৫ টি মেডেল পেয়ে মুর্শিদাবাদের নাম উজ্জ্বল করেছে দুর্গাপুরের মেয়ে তৌফিকা খাতুন।মুর্শিদাবাদ জেলার বহরমপুর ব্লকের রাধারঘাট ২ পঞ্চায়েতের অন্তর্গত দুর্গাপুর গ্রামের মেয়ে তৌফিককা খাতুন , পিতা হুমায়ুন কবীর দুই মেয়ে মধ্যে ছোট্ট মেয়ে তোফিকা খাতুন, কৃষক পরিবার থেকে উঠে এসে কোনো শিক্ষক ছাড়াই জাতীয় প্যারা অলিম্পিকে অসাধারণ কৃতিত্ব দেখিছে। ৫০ মিটার, ১০০ মিটার, ২০০ মিটার এবং ৪০০ মিটার সাঁতার প্রতিযোগীতায় দ্বিতীয় স্থান অর্জন করে করেছে তৌফিকা, বাড়ি ফিরতেই গ্রামের মানুষ দেখতে ভিড় জমিয়েছে তৌফিকার বাড়িতে।
উল্লেখ্য গত ২০ , ২১ ,২২ অক্টোবর গোয়াতে অনুষ্ঠিত হয় জাতীয় প্রতিবন্ধী সাঁতার প্রতিযোগীতা। সেখানে সাঁতারের ৫ টি ইভেন্টে অংশগ্রহণ করে ৪ টি ইভেন্টে দ্বিতীয় স্থান এবং একটিতে তৃতীয় স্থান অর্জন করেছে। তার এই গৌরবময় সাফল্য শুধু গ্রাম বা জেলার নয়, বাংলাজুড়ে খুশির ঝড় উঠেছে শোশ্যাল মিডিয়ায়।
কৃষক পরিবারের মেয়ে ভবিষৎতে আন্তার্জাতিক স্তরে খেলতে চান, কিন্ত অভাবের সংসার তাই আর্থিক অভাব দূর করে এগিয়ে যাওয়ার জন্য সরকারী সাহায্যের আবেদন জানিয়েছে তৌফিকা।
এ বিষয়ে তৌফিকা খাতুন জানায় “ছোট্ট থেকেই বাড়ির পাশে পুকুরে সাঁতার কাটা থেকেই স্বপ্ন দেখতাম, এরপর বহরমপুরে ক্রিড়া প্রতিযোগীতায় বদরুজ্জাম স্যার সঙ্গে পরিচয় হয়, তিনি আমাকে উৎসাহ দিয়েছিলেন এবং ইউটুবের মাধ্যমে পরামর্শ দিতেন। এই প্রথম জাতীয়ে স্তরে গিয়ে প্রাইজ পেয়ে আরো ভালো লাগছে। আমি জাতে জাতীয় স্তরে প্রথম হতে পারি এবং আন্তর্জাতিক স্তরে দেশের হয়ে খেলতে পারি তাই সকলের সহযোগীতা আশা করছি।”
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct