আপনজন ডেস্ক: মুজফফরনগর দাঙ্গার সঙ্গে যুক্ত মামলায় উত্তর প্রদেশের মন্ত্রী কপিল দেব আগরওয়াল সহ বিজেপির বেশ কয়েকজন নেতা মঙ্গলবার একটি বিশেষ আদালতে আত্মসমর্পণ করেছেন। কয়েকদিন আগেই মধ্যপ্রদেশের বিধায়ক আদালতের বিশেষ বিচারক দেবেন্দ্র ফৌজদার আদালতে হাজিরা না দেওয়ায় তাঁদের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
২১ শে অক্টোবর পরোয়ানা জারি করা হয়েছিল এবং ১৬ই নভেম্বরের মধ্যে পরিবর্তনগুলি তৈরি করা হয়েছিল। তবে গাজিয়াবাদের দাসনা দেবী মন্দিরের বিতর্কিত উগ্র ডানপন্থী পুরোহিত ইয়াতি নরসিংহানন্দ আদালতে অনুপস্থিত ছিলেন, যার ফলে আদালত তার বিরুদ্ধে আরও একটি এনআইবি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। সরকারি কৌঁসুলি অফিসার নীরজ সিং জানিয়েছেন, প্রত্যেক অভিযুক্তকে পরবর্তী তারিখে আদালতে হাজির হতে হবে।
এই মামলায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জীব বালিয়ান, প্রাক্তন বিজেপি সাংসদ ভারতেন্দু সিং এবং উগ্র হিন্দুত্ববাদী রাজনীতিবিদ তথা বিশ্ব হিন্দু পরিষদের সদস্য সাধ্বী প্রাচী রয়েছেন। মুজফফরনগর দাঙ্গার সঙ্গে যুক্ত মামলায় আদালতে হাজিরা না দেওয়ায় নরসিংহানন্দ, অন্যান্য হিন্দুত্ববাদী কর্মী এবং বিজেপি নেতাদের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ইয়াতি এবং অন্যান্যদের বিরুদ্ধে নাগলামাদোর গ্রামে একটি পঞ্চায়েতের সভায় বক্তৃতা দিয়ে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে, যা সাম্প্রদায়িক উত্তেজনায় ইন্ধন জোগায় এবং শেষ পর্যন্ত দাঙ্গায় পরিণত হয় বলে অভিযোগ।
অভিযুক্তদের বিরুদ্ধে আইপিসির ১৮৮ ধারায় সরকারি কর্মচারীর জারি করা আদেশ অমান্য করা, সরকারি কর্মচারীকে তার কর্তব্য পালনে বাধা দেওয়ার উদ্দেশ্যে হামলার জন্য আইপিসির ৩৫৩ ধারা, অন্যায়ভাবে সংযমের জন্য শাস্তির জন্য ভারতীয় দণ্ডবিধির ৩৪১ ধারা এবং ধর্মের ভিত্তিতে হিংসা প্রচারের জন্য আইপিসির ১৫৩এ ধারায় অভিযোগ আনা হয়েছে। সরকারি কৌঁসুলি অফিসার নীরজ সিং জানিয়েছেন, এই মামলায় উত্তরপ্রদেশের মন্ত্রী কপিল দেব আগরওয়াল, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জীব বালিয়ান, বিশ্ব হিন্দু পরিষদ নেতা সাধ্বী প্রাচী, উত্তরপ্রদেশের প্রাক্তন মন্ত্রী সুরেশ রানা, প্রাক্তন বিজেপি সাংসদ ভারতেন্দু সিং, প্রাক্তন বিজেপি বিধায়ক উমেশ মালিক ও অশোক কানসাল এবং দাসনা মন্দিরের পুরোহিত ইয়াতি নরসিংহানন্দ-সহ ২০ জনের বিচার চলছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct