মিসবাহুল হক, কলকাতা, আপনজন: পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন সপ্তম স্টেট লেভেল সিলেকশন টেস্ট বা এসএলএসটির মাধ্যমে রাজ্যের সরকার পোষিত মাদ্রাসাগুলিতে শিক্ষক নিয়োগের পরীক্ষা ‘টেট’ অনুষ্ঠিত হয়েছিল গত জানুয়ারি মাসের ২৮ তারিখে। একইদিনে মাদ্রাসা সার্ভিস কমিশনের দুটি পরীক্ষা। প্রথম পর্বে ছিল প্রাথমিক স্তরের (প্রথম থেকে চতুর্থ শ্রেণি) এবং দ্বিতীয়পর্বে নেওয়া হয় আপার প্রাইমারি বা উচ্চপ্রাথমিক স্তরের (৫ম থেকে ৮ম) পরীক্ষা। ওএমআর শিটে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগগি, প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা এবং আরবি/ আরবি অ্যাডভান্স থিওলজি বিষয়ে মোট ১৫০ নম্বরের প্রশ্ন ছিল, যার পূর্ণ মান ছিল ১৫০। তাতে সিলেবাস বহির্ভূত প্রশ্ন রাখার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা হয়। শের মুহাম্মদ, সেখ মাসুদ করিম, সেখ আরিফুল রহমান, জাভেদ আখতার প্রমুখ পরীক্ষার্থীর হয়ে মামলা লড়েন আইনজীবী সামিম আহমেদ ও সব্যসাচী চ্যাটার্জি প্রমুখ। তাদের অভিযোগ ছিল টেটে প্রায় ২৭টি প্রশ্ন দেওয়া হয়েছে নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির বাংলা ও ইংরেজি বিষয়ের সিলেবাস থেকে। সেই মামলার শুনানি কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু গত ২২ মে তার রায়ে মাদ্রাসা সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়েছিলেন আগামী আট সপ্তাহের মধ্যে মামলাকারীদের নিয়ে শুনানি করে বিষয়টি নিষ্পত্তি করতে। এব্যাপারে গত ৮ জুলাই বিকাল তিনটেয় মাদ্রাসা সার্ভিস কমিশন শুনানি করার পর সিদ্ধান্ত ঘোষণা করে সিলেবাস বহির্ভূত ২৭টি প্রশ্নের জন্য ২৭ নম্বর পরীক্ষার্থীদের দিয়ে দেওয়া হবে।
সেই সিদ্ধান্তের কথা কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে মামলাকারীদের আইনজীবীদের কাছে মাদ্রাসা সার্ভিস কমিশনের আইন অফিসার কাম ডেপুটি সেক্রেটারি মাদ্রাসা সার্ভিস কমিশনের সেক্রেটারির স্বাক্ষর সম্বলিত এক বিবৃতিতে সম্প্রতি জানিয়ে দেন বলে ‘আপনজন’কে জানান এক মামলাকারী সেখ মাসুদ করিম।
ওই বিবৃতিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট বিষয়গুলির বিশেষজ্ঞরা আবেদনকারীদের দাবি পরীক্ষা করেছেন। ইংরেজি বিষয়ের বিশেষজ্ঞ মতামত দিয়েছেন যে ইংরেজি ভাষার ক্ষেত্রে আবেদনকারীদের দাবি বৈধ অর্থাৎ ১২টি প্রশ্ন সিলেবাসের বাইরে। আবেদনকারীদের দাবি করা ওই ১৫টি প্রশ্ন সিলেবাসের বাইরেও রয়েছে বলে মতামত দিয়েছেন বাংলা ভাষার বিশেষজ্ঞ।
মাদ্রাসা সার্ভিস কমিশন আবেদনকারীদের সেই আবেদন বিবেচনা করেছে এবং সমস্ত পরীক্ষার্থীকে ২৭ নম্বর (ইংরেজি বিষয়ের জন্য ১২ নম্বর এবং বাংলা বিষয়ের জন্য ১৫ নম্বর) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct