আপনজন ডেস্ক: ইরানের সরকার তার সামরিক বাজেট প্রায় ২০০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা করছে। মঙ্গলবার সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি এ তথ্য জানিয়েছেন। সাম্প্রতিক মাসগুলোতে ইরান ও ইসরায়েলের মধ্যে হামলা-পাল্টা হামলার পরে তেহরানের এ ঘোষণা এলো।
মোহাজেরানি জানিয়েছেন, পরিকল্পিত প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি সংক্রান্ত প্রস্তাবের অংশ সরকার অনুমোদনের জন্য সংসদে পেশ করেছে। এই প্রস্তাবিত বাজেটটি নিয়ে আলোচনা হবে এবং সংসদ সদস্যরা ২০২৫ সালের মার্চ মাসে এটি চূড়ান্ত করবেন বলে আশা করা হচ্ছে। তিনি বলেন, দেশের প্রতিরক্ষা চাহিদা মেটাতে সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে। এ বিষয়ে এখন বিশেষ মনোযোগ দেয়া হয়েছে। সামরিক বাজেটে ২০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি দেখা যেতে পারে। তবে এর বাইরে বিস্তারিত আর কিছু বলেননি তিনি।
গত শনিবার ইরানের সামরিক ঘাঁটিতে বিমান হামলা চালায় ইসরায়েলি সামরিক বাহিনী। ইলাম, খুজেস্তান ও তেহরানে প্রায় ২০টি স্থানে এসব হামলা হয় এবং চারজন সেনা নিহত হয়। ইরানের গত ২ অক্টোবরের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এই হামলা চালিয়েছে ইসরায়েল। অন্যদিকে হিজবুল্লাহ, হামাস এবং ইরানি সামরিক বাহিনীর নেতাদের হত্যার প্রতিশোধ হিসেবে ওই দিন প্রায় ২০০ এর মতো ক্ষেপণাস্ত্র ইসরায়েলে নিক্ষেপ করে তেহরান।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct