নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: বুধবার বেঙ্গল জাস্টিস ফোরামের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল সাম্প্রতিক কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো মিথ্যা তথ্য এবং ঘৃণাসূচক প্রচারণার বিরুদ্ধে তাদের দৃঢ় প্রতিবাদ জানিয়েছে। তাদের অভিযোগ এই মিথ্যা প্রচারণা ওয়াকফ বোর্ড এবং এর অধীনে থাকা সম্পত্তি সম্পর্কে ভুল ধারণা সৃষ্টি করে সাম্প্রদায়িক অশান্তি ও বিভ্রান্তির জন্ম দিচ্ছে। এই বিষয়ে বেঙ্গল জাস্টিস ফোরাম আজ লালবাজার পুলিশ হেডকোয়ার্টারে একটি অভিযোগ দাখিল করেছে। এই প্রতিনিধি দলে ছিলেন ইমতিয়াজ আহমেদ মোল্লা, জনাব ড. শামসুর আলম, এবং বিশিষ্ট আইনজীবী আশফাক আহমেদ। বেঙ্গল জাস্টিস ফোরাম দাবি জানিয়েছে অবিলম্বে বিভ্রান্তিকর ও ঘৃণাসূচক ভিডিও সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে ফেলতে হবে ও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। তারা বলেন, ওয়াকফ সম্পত্তি হল মুসলিম ধর্মের জন্য উৎসর্গকৃত, যা ধর্মীয় এবং দাতব্য কাজে ব্যবহৃত হয়। এরকম সম্পত্তির বিরুদ্ধে অপপ্রচার একটি সংবিধান-বিরোধী অপরাধ এবং দেশের শান্তি-শৃঙ্খলাকে বিঘ্নিত করার কুপ্রচেষ্টা। ম সকল সচেতন নাগরিক সমাজ এই প্রচারণার বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টির ষড়যন্ত্রকে প্রতিহত করা সম্ভব হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct