আসিফা লস্কর, মগরাহাট, আপনজন: দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বুধবার বিকেলে মগরাহাট ২ নম্বর ব্লকের অন্তর্গত চাকদা গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হয় বিজয়া সম্মেলনী উক্ত এই অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন জয়নগর লোকসভা কেন্দ্রের সাংসদ প্রতিমা মন্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন মগরাহাট পূর্ব বিধানসভার বিধায়িকা নমিতা সাহা। এছাড়া উপস্থিত ছিলেন মগরাহাট দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের একাধিক শীর্ষ নেতৃত্বরা।
এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মগরাহাট ২ নম্বর ব্লকের ১৪টি পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ জনপ্রতিনিধিরা। এই দিন এলাকার প্রবীণ গুণীজনদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এছাড়া উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার এছাড়া উপস্থিত ছিলেন তৃণমূলের সুন্দরবন সাংগঠনিক জেলা সভাপতি তথা মন্দিরবাজার বিধানসভার বিধায়ক জয়দেব হালদার। এই দিন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার তিনি বলেন, কেন্দ্র রাজ্য কে বঞ্চনা করছে, ১০০ দিনের টাকা থেকে শুরু করে আবাস যোজনার সমস্ত টাকাই বন্ধ করে দিয়েছে কেন্দ্র। রাজ্যের উন্নয়নকে স্তব্ধ করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র সরকার কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করতে দেবে না। কেন্দ্রের সাহায্য ছাড়া রাজ্যের যে সকল উন্নয়নমূলক কাজ হচ্ছে সে সকল উন্নয়নমূলক কাজের অগ্রগতি আরো বাড়বে বলে জানিয়েছে মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার। বাপি হালদারের সুরে সুর মিলিয়েছে, জয়নগর লোকসভা কেন্দ্রের সাংসদ প্রতিমা মন্ডল তিনি ও কেন্দ্রের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উপড়ে দেন এই বিজয় সম্মেলনী থেকে। কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সড়ব হয়েছে এলাকার স্থানীয় বিধায়করাও।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct