আপনজন ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জানিয়েছেন ইসরাইলের ‘আয়রন ডোম’র আদলে প্রতিরক্ষাব্যবস্থা “স্টিল ডোম” চালুর উদ্যোগ নিচ্ছে তুরস্ক। এছাড়া আঙ্কারা দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্রের ক্ষমতাও বাড়ানোর পরিকল্পনা করছে।
মঙ্গলবার ক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। পড়োটীবেডোণে বোলা হয়- সম্প্রতি তুরস্ক প্রতিরক্ষা সরঞ্জাম আমদানির উপর নির্ভরশীলতা উল্লেখযোগ্যভাবে কমিয়ে এনেছে এবং এখন দেশীয় প্রযুক্তিতে সশস্ত্র ড্রোনের মতো অনেক প্রতিরক্ষা সামগ্রী উৎপাদন করছে। এরদোয়ান আঙ্কারায় একটি অনুষ্ঠানে স্বদেশী “গোকবে” হেলিকপ্টার উদ্বোধন করেন, যা জেন্ডারমারির জন্য ব্যবহার হবে। অনুষ্ঠানটি তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের সদর দপ্তরে অনুষ্ঠিত হয়, যেটি সম্প্রতি একটি মারাত্মক কুর্দি বিদ্রোহী হামলার শিকার হয়েছিল। বক্তব্যে তিনি স্টিল ডোমকে ইসরায়েলের প্রসিদ্ধ আয়রন ডোমেএর সাথে তুলনা করেন। এরদোয়ান বলেন, ইসরায়েলের যদি আয়রন ডোম থাকে, তবে আমাদের স্টিল ডোম থাকবে। আমরা শুধু দেখে বসে থাকব না; আমাদের প্রতিরক্ষা ব্যবস্থায় বহুমুখী স্তরের সুরক্ষা নিশ্চিত করব। যদিও তিনি কোনও নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি।
তিনি আরও বলেন, আমরা দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ক্ষমতা বৃদ্ধির চেষ্টা চালিয়ে যাচ্ছি, এবং প্রতিরক্ষা খাতে পূর্ণ স্বাধীনতা অর্জন না করা পর্যন্ত আমরা থামব না।
উল্লেখ্য, ইসরায়েলের আয়রন ডোম সিস্টেমটি রকেট আক্রমণ থেকে সুরক্ষা দেওয়ার জন্য নির্মিত এবং এটি ছোট ও মাঝারি পরিসরের হুমকিগুলিকে মাঝ-আকাশে ধ্বংস করতে সক্ষম। যুক্তরাষ্ট্র তুরস্কের প্রতিরক্ষা খাতের উপর ২০২০ সালে নিষেধাজ্ঞা আরোপ করে, যেহেতু ন্যাটো সদস্য তুরস্ক রাশিয়ার এস-৪০০ মিসাইল ডিফেন্স সিস্টেম কিনেছিল, যার পরিপ্রেক্ষিতে তুরস্ককে এফ-৩৫ স্টেলথ ফাইটার জেট প্রোগ্রাম থেকেও বাদ দেওয়া হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct