সেখ নুরুদ্দিন, তাড়দহ, আপনজন: ভাঙ্গড় ১নং ব্লকের তাড়দহ গ্ৰামপঞ্চায়েতের অন্তর্গত ভোজের হাট ঊষপাড়ায় সরকারি কর্মী দুই ভাই নির্মল মণ্ডল ও পরিমল মন্ডলের বিরুদ্ধে সরকারি গাছ কেটে ফেলা এবং সরকারি জায়গায় পাঁচিল তোলার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে এদের বিরুদ্ধে সরকারি গাছ কেটে ফেলা এবং প্রাচীর নির্মাণ করার অভিযোগ আগেও উঠেছিল। স্থানীয়রা বাধা দেওয়ার সেবার গাছ কাটা ও প্রাচীর নির্মাণ থেকে পিছু হটতে বাধ্য হয়েছিল ওরা। এবারে সুপরিকল্পিতভাবে বেশ কিছু গাছ কেটে সাফাই করে ফেলেছে তৎপরতার সাথে। স্থানীয়রা প্রতিবাদ জানালে আপাতত গাছ কাটা বন্ধ রাখতে বাধ্য হয়েছে। সেই সঙ্গে পুনঃ নির্মাণ করা প্রাচীর ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা ভেঙ্গে ফেলার চেষ্টা করেছে। স্থানীয় সূত্রে জানাগেছে যে ভোজের হাটের ঊষপাড়া শিবমন্দির হয়ে খাঁ পাড়ার দিক থেকে মাঠের দিকে বিস্তীর্ণ রাস্তায় বেশ কয়েক বছর আগে তাড়দহ গ্ৰামপঞ্চায়েতের উদ্যোগে ঐসব গাছগুলো লাগানো হয়েছিল। সেগুলো বড়ো হতেই অসাধু মানুষ ব্যক্তি স্বার্থে রাজনৈতিক দলের বিশেষ প্রভাব খাটিয়ে রাতের অন্ধকারে অনেক গাছ কেটে ফেলেছে এবং তা বিক্রিও করে দিয়েছে । এবারে বিষয়টি নজরে আসতেই পরিবেশ বান্ধব ঊষপাড়া ক্লাবের সদস্য হরেকৃষ্ণ মন্ডল স্থানীয় পঞ্চায়েত ও থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। স্থানীয়দের দাবি গাছ কাটা বন্ধ করতে প্রশাসনকে আইনি ব্যবস্থা নিতে হবে। উপযুক্ত ব্যবস্থা না নিলে কোর্টে মামলা দায়ের করবে। গাছ কাটায় অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বিচারের দাবিতে সরব স্থানীয়রা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct