নিজস্ব প্রতিবেদক, বনগাঁ, আপনজন: ২০২৬ সালে বিধানসভা নির্বাচন, এখন থেকেই বাড়িতে বাড়িতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা তুলে ধরে প্রচারকার্যে নেমে পড়ার নির্দেশ দিলেন বনগাঁ সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি’র সভাপতি নারায়ণ ঘোষ ৷ মঙ্গলবার জেলা কার্যালয় আয়োজিত বিজয়া সম্মিলনী থেকে আইএনটিটিইউসির অধীনে থাকা ব্লক এবং আঞ্চলিক নেতৃত্বদের পাশাপাশি কর্মীদের উদ্দেশ্যে এমনই বার্তা দিলেন নারায়ণ ঘোষ ৷
নারায়ণ ঘোষের আহ্বানে বিজয়া সম্মিলনীতে বনগাঁয় আইএনটিটিইউসির মুখ্য কার্যালয়ে উপস্থিত হয়েছিলেন সংগঠনের ব্লকের সভাপতি, টাউন সভাপতি ও বনগাঁ সাংগঠনিক জেলা আইএনটিটিইউসির নেওই সভা থেকে একদিকে যেমন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বনগাঁ লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভায় তৃণমূলকে জয়ী করতে রণ কৌশলের প্রস্তুতি নেওয়া হয়, অন্যদিকে সাধারণ খেটে খাওয়া মেহনতী মানুষের পাশে থাকার বার্তা দেন শ্রমিক নেতা আইএনটিটিইউসি’র জেলা সভাপতি নারায়ণ ঘোষ ৷ বিজয়া সম্মেলনীর অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় সম্প্রীতির বার্তা দিয়ে এ দিন তিনি বাংলার সংস্কৃতি এবং ঐতিহ্যের কথা তুলে ধরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন ৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct