আপনজন ডেস্ক: দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের খেলা চলছিল। ০-১ গোলে পিছিয়ে থাকা আল নাসর পেনাল্টি পেল। কিন্তু সেই পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। মঙ্গলবার রাতে পর্তুগিজ তারকার ব্যর্থতায় সৌদি আরবের কিংস কাপ থেকে বিদায়ঘণ্টা বেজেছে আল নাসরের। শেষ ষোলোর ম্যাচটি ১-০ গোলে জিতে আল-তাউয়ুন উঠে গেছে কোয়ার্টার ফাইনালে।
সৌদি আরবের শীর্ষ নকআউট টুর্নামেন্টের ম্যাচটিতে ৭১ মিনিটে ওয়ালিদ আল-আহমেদের করা গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের ফল নির্ধারণ করে দেয়। তবে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে আল-আহমেদই নিজেদের পেনাল্টি বক্সে ফাউল করে আল নাসরকে ম্যাচে ফেরার সুযোগ করে দিয়েছিলেন।
সেই সুযোগ যে আল নাসর নিতে পারেনি, সেটি তো আগেই বলা হয়েছে। সৌদি ক্লাবটিতে যোগ দেওয়ার পর নেওয়া প্রথম ১৮টি পেনাল্টিতেই গোল করা রোনাল্ডো কাল বারের ওপর দিয়ে বাইরে মারেন।
কিংস কাপ থেকে বিদায় নিলেও এ মৌসুমে এখনো দুটি শিরোপা জয়ের সম্ভাবনা আছে রোনাল্ডোদের। তবে সৌদি প্রো লিগে আট ম্যাচ শেষেই শীর্ষ দল আল হিলালের চেয়ে ৬ পয়েন্ট পেছনে আল নাসর। এ ছাড়া এশিয়ান চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে খেলছে দলটি, যেখানে তিন ম্যাচে ৭ পয়েন্ট তাদের।
রোনাল্ডোদের বিদায়ের দিনে কোয়ার্টার ফাইনালে উঠেছে নেইমারের আল হিলাল। কাল আল তাই ক্লাবকে ৪-১ গোলে হারিয়েছে দলটি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct