সাবের আলি, বড়ঞা, আপনজন: বড়ঞায় দলের বিজয়া সম্মেলনীতে এসে দলেরই একাংশের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। প্রসঙ্গত, গত ২৮ শে নভেম্বর ডাকবাংলা কিষাণ মান্ডিতে, বড়ঞা ব্লক তৃণমূলের পক্ষ থেকে বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হয় এবং গতকাল ভরতপুর এক ও দুই নম্বর ব্লকের বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হয়। ভরতপুর এবং বড়ঞায় একটিও অনুষ্ঠানে আমন্ত্রণ মেলেনি দলেরই বড়ঞা বিধায়ক জীবনকৃষ্ণ সাহা ও ভরতপুরে বিধায়ক হুমায়ুন কবিরের। গত ২৮ শে নভেম্বর বিজয়া সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে বড়ঞার তৃণমূল নেতা মাহে আলম বলেন, সাংগঠনিক সমস্ত কাজ কর্ম করতে বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে রাজ্য থেকে নিষেধ করা হয়েছে। আজ অর্থাৎ বুধবার বড়ঞা ব্লক তৃণমূলের যুব সভাপতি শামসের দেওয়ান ও বিধায়ক জীবনকৃষ্ণ সাহার পক্ষ থেকে বড়ঞা থানার সন্নিকটে দলের বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তিনি বলেন দলের’ই দু একজন নেতৃত্ব জীবনকৃষ্ণ সাহার জন্য বলেছে, দলীয় সমস্ত কাজকর্ম করতে, দল তাদের নিষেধ করেছে। মিথ্যা কথা, তাঁরা নিজেরাই দলের কোন পদে নেই বলে কটাক্ষ করেন হুমায়ুন কবির। তিনি আরও বলেন, নিজে মোড়ল না গায়ে মোড়ল। বিধায়ক নাম না করে ওই মঞ্চে থেকে দলের জেলা সভাপতি উদ্দেশ্যে বলেন, ভরতপুরে আমার সঙ্গে এরকম করেছে। বড়ঞাতে জীবনকৃষ্ণ সাহা সঙ্গে এরকম করছে। দলটা কি ওর পৈত্রিক সম্পত্তি ভেবেছে। তিনি বহরমপুর সংসদ ইউসুফ পাঠানের প্রসঙ্গে বলেন, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে সবাইকে দেখুন। একজনের কথামতো চললে কি করে হবে। বড়ঞা বিজয়া সম্মেলনি তে প্রাক্তনীদের পাশে থাকার আশ্বাস দেন। জেলা সভাপতি বিভাজনের রাজনীতি করছে এতে দলের ক্ষতি হচ্ছে বলে মন্তব্য করেন হুমায়ুন কবীর। বিজয়া সম্মিলানী তে উপস্থিত ছিলেন ভরতপুর বিধায়ক হুমায়ুন কবীর, বড়ঞা বিধায়ক জীবনকৃষ্ণ সাহা, যুব সভাপতি শামসের দেওয়ান, ও তৃণমূল কর্মী সমর্থকরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct