আপনজন ডেস্ক: লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনায় ১০ তলা বিশিষ্ট একটি হোটেল ধসে পড়ে একজন নিহত হয়েছেন। এছাড়া ধসে পড়া হোটেলটির ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন অন্তত নয়জন। তাদের উদ্ধার করতে তৎপরতা চালানো হচ্ছে। স্থানীয় সময় মঙ্গলবার সকালে বুয়েন্স আয়ার্স থেকে ৩৭০ কিলোমিটার দূরে ভিলা গেসেলে অবস্থিত হোটেলটি ধসে পড়ে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে ফায়ার সার্ভিস, প্যারামেডিক এবং পুলিশ কাজ করছে। নিহত ব্যক্তির নামপরিচয় জানা যায়নি। তার আনুমানিক বয়স ৮০ বলে ধারণা করা হচ্ছে। তিনি হোটেলটির পাশের একটি বাড়িতে থাকতেন। হোটেল ধসে কীভাবে তিনি মারা গেলেন সেটি এখনো স্পষ্ট নয়। তার স্ত্রীকে উদ্ধার করা হয়েছে।
ভবনটির ধ্বংসস্তুপের নিচে আটকাপড়া লোকজন নির্মাণ শ্রমিক। সেখানে তারা কাজ করছিলেন। হোটেলটিতে সংস্কার কাজ চলছিল বলে স্থানীয় একটি সংবাদমাধ্যমে বলা হচ্ছে।
সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ১৯৮৬ সালে হোটেলটি চালু হয়েছিল। দীর্ঘদিনের হওয়ায় হোটেলটির ভেতর সংস্কার কাজ চালানো হচ্ছিল। কিন্তু সংস্কার কাজ চালানোর মতো অবস্থা না থাকায় পৌরসভা কর্তৃপক্ষ কাজ বন্ধ করে দেয়। তা উপেক্ষা করে এটি আবারো চালু করার চেষ্টার সময় ভবনটি ধসে পড়ল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct