নিজস্ব প্রতিবেদক, বারাসত, আপনজন: উত্তর ২৪ পরগনা দত্তপুকুরের ময়না গোদিতে দীর্ঘদিন যাবত সুমন ভদ্র নামক রেশন ডিলার রেশন উপভোক্তাদের আঙুলের টিপসই নিয়ে কাগজ দিয়েও রেশনের সামগ্রী দিতে অস্বীকার করেন। বিগত তিন মাস যাবত এরকম চলতে থাকায় প্রায় ২৫ হাজার ক্ষুব্ধ রেশন উপভোক্তারা রেশন দোকানের সামনে এসে বিক্ষোভ দেখাতে থাকে। তাদের অভিযোগ দীর্ঘদিন যাবত টিপ সই নেবার পরও কেন তাদের উপযুক্ত রেশনের সামগ্রী তারা পাচ্ছে না তা নিয়েই রীতিমত বিক্ষোভ দেখানো শুরু হলে দোকান ছেড়ে পালান রেশন ডিলার সুমন ভদ্র।
এরপরই রেশন উপভোক্তাদের সামাল দিতে এসে উপস্থিত হয় দত্তপুকুর থানার বিশাল পুলিশ বাহিনী। তারপর পুলিশ দাঁড়িয়ে থেকেই কিছু সংখ্যক উপভোক্তাদের হাতে রেশন সামগ্রী তুলে দেয়। পাশেই পশ্চিম খিলকাপুর গ্রাম পঞ্চায়েত থাকায় গোটা ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে তৎক্ষণাৎ এসে পৌঁছান বারাসাত ব্লক ১- এর সভাপতি হালিমা বিবি সহ তৃণমূল কংগ্রেসের একাধিক কর্মীরা। তিনি জানান, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এই রেশন ডিলার । তার ফলেই রেশন সামগ্রী দিতে হয়তো কিছু অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন। তবে উপভোক্তাদের অভিযোগ আসার পরেই তারা সেই রেশন ডিলারের বিরুদ্ধে খাদ্য দপ্তর পর্যন্ত অভিযোগ করেন এবং সেই রেশন ডিলারকে বারংবার জানায় উপযুক্ত রেশন সামগ্রী উপভোক্তাদের হাতে তুলে দেওয়ার জন্য। তারপরও সামগ্রী দিতে কিছু গাফিলতি হওয়ায় এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়েন রেশন ডিলার সুমন ভদ্র। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct