রাজু আনসারী, অরঙ্গাবাদ, আপনজন: ফের গঙ্গা ভাঙনের আতঙ্ক মুর্শিদাবাদের সামশেরগঞ্জে। একদিকে যখন গঙ্গার জলস্তর ব্যাপক পরিমাণে কমছে ঠিক তখনই নতুন করে গঙ্গা ভাঙনের কবলে পড়ল সামশেরগঞ্জের লোহরপুর গ্রাম। বুধবার দুপুর থেকেই ভয়াবহ সেই ভাঙ্গন শুরু হয়।
ভাঙ্গনের গর্ভে তলিয়ে যায় বহু প্রাচীন ঐতিহ্যবাহী মসজিদের অর্ধেকেরও বেশি অংশ। তলিয়ে যায় মসজিদের গেট, অজুখানা, শৌচালয়, টিনের চালা। প্রায় ১০০ মিটার এলাকায় ভাঙনের ভয়াবহতায় তলিয়ে যায় বেশ কিছু গাছ, শৌচালয়, টিউবওয়েল। কদিন আগেই ভাঙ্গন আতঙ্কে বাড়িঘর সড়িয়ে নেওয়া সেই ফাঁকা অংশগুলোও গঙ্গা গর্ভে তলিয়ে যায়। ভাঙ্গন ঘিরে লোহরপুর গ্রাম জুড়ে কার্যত কান্নার রোল পড়ে যায়। আতঙ্ক ছড়িয়ে যায় এলাকাজুড়ে। বাড়িঘরের আসবাবপত্র নিয়ে পালানোর চেষ্টা করেন গঙ্গা তীরবর্তী এলাকার বাসিন্দারা। এদিকে গঙ্গা ভাঙনের খবর পেয়ে কলকাতা থেকে ফেরার পথে বিকেলে তড়িঘড়ি লোহরপুর গ্রামে যান সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম। পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি সেচ দপ্তরের আধিকারিক এবং রাজ্য প্রশাসনে খবর দেন তিনি। বিধায়ক আমিরুল ইসলাম জানিয়েছেন, ভাঙ্গন নিয়ে আমরা যথেষ্ট উদ্বিগ্ন। মসজিদের অনেক অংশ গঙ্গা গর্ভে তলিয়ে গেলেও ঐতিহ্যবাহী মসজিদটি এবং গ্রাম রক্ষা করতে সকাল থেকেই জরুরী ভিত্তিতে জোর কদমে কাজের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে গঙ্গা ভাঙ্গন ইস্যুতে সামশেরগঞ্জের বিডিও সুজিত চন্দ্রলোধ জানিয়েছেন, ভাঙ্গনের খবর পেয়েছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রশাসনিক ভাবে কি পদক্ষেপ নেওয়া যায় তা দেখছি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct