সেখ রিয়াজুদ্দিন ও আজিম সেখ, বীরভূম, আপনজন: বেশ কয়েকদিন যাবৎ শুরু হয়েছে আবাস যোজনায় তালিকা ভুক্ত ব্যাক্তিদের বাড়ি বাড়ি গিয়ে তদন্ত প্রক্রিয়া। আবাস যোজনা পাওয়ার ক্ষেত্রে যে মানদণ্ড নির্ধারণ করা হয়েছে সরকারি ভাবে সেগুলো তদন্তের জন্য সরজমিনে সরকারি দায়িত্ব প্রাপ্ত আধিকারিকগণ বাড়ি বাড়ি পরিদর্শন করছেন। এনিয়ে যে সমস্ত ব্যাক্তিদের সার্ভে বা বাড়ি পরিদর্শন করা হচ্ছে না তারা ক্ষোভে ফুঁসছেন। তাদের বক্তব্য যে যাদের পাকা বাড়ি, গাড়ি, এর আগে দু একবার সরকারি বাড়ি পেয়েছেন তারাই ঘুরে ফিরে আবার বাড়ি পেতে চলেছে। অথচ যারা আবাস যোজনার প্রকৃত প্রাপক তারা রহস্যজনক ভাবে বঞ্চিত। সেরূপ ক্ষোভের বহিপ্রকাশ দেখা যায় বুধবার রামপুরহাট ২ নম্বর ব্লক অফিসে বিক্ষোভ প্রদর্শন ও স্মারকলিপি প্রদান করার মাধ্যমে। জানা যায় যে, আবাস যোজনায় বাড়ির লিস্টে নাম না থাকায় রামপুরহাট ২ নম্বর বিডিও অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এবং স্মারকলিপি প্রদান করে তারাপীঠ থানার অন্তর্গত সাহাপুর পঞ্চায়েত ও বুধিগ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রামের প্রায় ১৫০টি পরিবারের আবাস যোজনার লিস্টে বাড়ির নাম না থাকায় তাদের এই বিক্ষোভ প্রদর্শন বলে জানা যায়। পরবর্তীতে বিক্ষোভকারীদের মধ্য থেকে পাঁচজন প্রতিনিধির সাথে রামপুরহাট ২ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অর্ঘ্য দত্ত একটি বৈঠকে মিলিত হন এবং সমস্ত বিষয়ে আলোচনা করেন। বিক্ষোভকারীদের বক্তব্য শাসকদলের লোকেরা সমস্ত সুযোগ পাচ্ছে। কিন্তু বিরোধী দল করা ব্যাক্তিরা সম্পূর্ণরূপে বঞ্চিত। দলমত নির্বিশেষে সঠিক প্রাপকরা যেন বাড়ি পায় তা নিশ্চিত করা। প্রয়োজনে বিডিও সাহেব নিজে সরজমিনে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করুন। আবাস যোজনার পাশাপাশি পানীয় জল, রাস্তাঘাটের সমস্যা সহ অন্যান্য ক্ষেত্রেও বঞ্চিতর অভিযোগ তোলেন। এবিষয়ে রামপুরহাট ২ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অর্ঘ্য দত্ত বলেন আবাস যোজনায় যাদের সার্ভে করা হচ্ছে তাদের নাম নথিভুক্ত রয়েছে। তাছাড়া সার্ভের কাজ এখন চালু অবস্থায় রয়েছে। যতক্ষণ না তালিকা বের হচ্ছে ততক্ষণ কিছু বলা যাচ্ছে না। যারা এসেছিলেন তাদের কথা শুনলাম, অভিযোগ নথিভুক্ত করলাম, পরবর্তী কালে দেখবো আপাতত কিছু বলতে পারছি না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct