আপনজন ডেস্ক: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বুধবার বলেছেন, “ডাবল ইঞ্জিন সরকার তার প্রতিশ্রুতি পূরণের” প্রমাণ হিসেবে দেখিয়েছে অযোধ্যার রূপান্তর। কাশী ও মথুরাতেও একই রকম পরিবর্তন হওয়া উচিত। ২২ জানুয়ারি রাম মন্দির সূচনা অনুষ্ঠানের পর এই প্রথম দীপোৎসবে অংশ নিয়ে যোগী আদিত্যনাথ বলেন, ৫০০ বছর পর ভগবান রাম এখন দীপাবলির জন্য অযোধ্যায় তাঁর বাসভবনে রয়েছেন। এটি কেবল শুরু এবং এই শুরুকে তার যৌক্তিক পরিণতিতে পৌঁছাতে হবে। তাই ২০৪৭ সালের মধ্যে দেশ যখন স্বাধীনতার ১০০ বছর উদযাপন করবে, তখন কাশী ও মথুরাও অযোধ্যার মতো উজ্জ্বল হয়ে উঠবে। যোগী বলেন, ডাবল ইঞ্জিন সরকার তার প্রতিশ্রুতি (রাম মন্দির নির্মাণ) পূরণ করেছে এবং এখন নিজেকে প্রমাণ করার পালা অযোধ্যার । মনে রাখবেন, সীতার এই ‘অগ্নিপরীক্ষা’ যেন বারবার না ঘটে। এই (অভিশাপ) থেকে বেরিয়ে আসতে হবে। এর জন্য অযোধ্যার জনগণকে আরও একবার এগিয়ে আসতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct