আপনজন ডেস্ক: জুনিয়র ডাক্তারদের বিক্ষোভের মধ্যে, পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিভাগ রাজ্যের ক্লিনিকাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টের কঠোর প্রয়োগের দাবি জানিয়েছে, যেখানে বলা হয়েছে সরকারি ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিসে নিযুক্ত হওয়ার আগে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) প্রয়োজন রাজ্যের স্বাস্থ্য দফতর থেকে।
স্বাস্থ্য দফতর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই পদক্ষেপের অনুরোধ জানিয়ে যুক্তি দিয়েছে এই মর্মে যে, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি সরকারি চিকিৎসা ব্যবস্থায় “অচলাবস্থা” তৈরি করেছে, যখন কিছু চিকিৎসক “বেসরকারিভাবে” রোগীদের চিকিৎসা করেছেন এবং বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলিতে অস্ত্রোপচার করেছেন।
স্বাস্থ্য দফতরের অভিযোগ, এর ফলে স্বাস্থ্যসাথী প্রকল্প ব্যবহার করে চিকিৎসা ক্ষেত্রকে মোটা অঙ্কের বিল দিতে হচ্ছে। তাদের প্রস্তাবিত নির্দেশনার অর্থ হল সরকারি চিকিৎসকরা প্রাইভেট প্র্যাকটিসের মাধ্যমে এই প্রকল্প থেকে অর্থ দাবি করতে পারবেন না। ২১ অক্টোবর জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনায় মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন, আন্দোলনের দু’মাসে রাজ্য সরকার বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলির পিছনে ৪৫০ কোটি টাকা খরচ করেছে।
স্বাস্থ্য দফতরের এক পদস্থ আধিকারিক বলেন, স্বাস্থ্য দফতর মোট ৫৬৩ জন সরকারি চিকিৎসককে চিহ্নিত করেছে, যারা বেসরকারি হাসপাতাল থেকে ওই টাকার একটা অংশ পেয়েছেন তাদের পারিশ্রমিক বাবদ। এই চিকিৎসকদের একটি বড় অংশ সরকারি হাসপাতালের সিনিয়র রেসিডেন্ট (এসআর)। ওই সময় তারা হেলথ পার্টনার প্রজেক্টের মাধ্যমে ৭৪ হাজার রোগী দেখেছেন। এসব চিকিৎসকের ফি বাবদ সরকারের প্রায় ৫৪ কোটি টাকা খরচ হয়েছে। তিনি আরও বলেন, স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে এই বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছে একটি নির্দিষ্ট রিপোর্ট জমা দেওয়া হয়েছে। স্বাস্থ্য দফতরের সমীক্ষায় দেখা গিয়েছে, ১০ আগস্ট থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ৪০ দিনে বেসরকারি হাসপাতালগুলির বিল মেটাতে মোট ৩১৫ কোটি টাকা খরচ করেছে সরকার। স্বাস্থ্য দফতরের প্রস্তাবিত নির্দেশিকা অনুযায়ী, কোনও সরকারি চিকিৎসক প্রাইভেট প্র্যাকটিস করতে চাইলে তাঁর চিকিৎসা বিল আটকে দেওয়া হবে। সূত্রের খবর, সরকারি চিকিৎসকদের বেসরকারি হাসপাতালের প্র্যাকটিশে লাগাম দিতে এই প্রস্তাব পেশ করার তা বিবেচনার মধ্যে রয়েছে। যদিও এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনও এ নিয়ে কিছু বলেননি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct