নাজমুস সাহাদাত , কালিয়াচক, আপনজন: মালদার মোথাবাড়ির উত্তর লক্ষীপুর দারুল উলুম আসরাফুল আউলিয়া হাই মাদ্রাসায় সুন্নি স্টুডেন্ট ফেডারেশনের দুইদিন ব্যাপী সাহিত্যোৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়। এই সুন্নি স্টুডেন্ট ফেডারেশনের উদ্যোগে বিগত ৩২ বছর ধরে কেরলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করা হত। তবে এই সাহিত্যোৎসব পশ্চিমবঙ্গে চার বছর ধরে হচ্ছে। জানা যায়, এই উৎসব রাজ্যের নটি জেলায় মাদ্রাসা পড়ুয়ারা প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করে। এই প্রতিযোগিরা প্রথমত, প্রত্যেক জেলার ব্লক ও জেলা স্তরে অংশগ্রহণ করেছিল এবং এদিন তারা রাজ্য স্তরে অংশগ্রহণ করার পর জাতীয় স্তরে অংশগ্রহণ করতে চলেছে। এদিনের আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল ইংরেজি বক্তৃতা, ইংরেজি কবিতা আবৃত্তি, হাতের লেখা, হিন্দি কবিতা ও উর্দু কবিতা আবৃতি ও বক্তব্য সহ আরও বিভিন্ন প্রতিযোগিতামূল অনুষ্ঠান হয়। এই সুন্নি স্টুডেন্ট ফেডারেশনের রাজ্য সাহিত্যোৎসবে মালদা জেলা থেকে ৮ জন প্রতিযোগী রাজ্য স্তর পেরিয়ে এবারে তারা জাতীয় সাহিত্যোৎসব স্তরে অংশগ্রহণ করবে আগামী নভেম্বর ও ডিসেম্বরে। ভারতের গোয়া রাজ্যে দুইদিন ব্যাপী জাতীয়স্তরের প্রতিযোগিতামূলক সাহিত্যোৎসব অনুষ্ঠিত হবে। এই সাংস্কৃতিক উৎসবে ভারতের ২৬ টি রাজ্যের প্রায় পনেরশো প্রতিযোগী অংশগ্রহণ করবে।
এদিনের উত্তর লক্ষীপুর দারুল উলুম আসরাফুল আউলিয়া হাই মাদ্রাসায় সুন্নি স্টুডেন্ট ফেডারেশনের দুই দিনব্যাপী আয়োজিত সাহিত্যোৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুন্নী স্টুডেন্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল রাউফ বোখারী, মোথাবাড়ি বিধানসভার বিদায়িকা তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, সংগঠনের রাজ্য সচিব সাঈয়েদ আব্দুল ফাত্তাহ ও রাজ্য অর্থ সচিব তাহাসিন আলী সহ স্থানীয় বহু বিশিষ্টজন।
সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রাউফ বোখারী বলেন, এই সাহিত্যোৎসব প্রায় ত্রিশ বছর আগে একেবারে গ্রামীন স্তর থেকে সূচনা করা হয়েছিল, এটি একটি পারিবারিক সাহিত্যোৎসব। দেশের ইউনিট, সেক্টর, জেলা এবং ভারতের এখন ২৬ টি রাজ্য অতিক্রম করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct