সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: একদা যে অনুব্রত মণ্ডলের মুখে প্রায়ই শোনা যেত বিরোধীদের হুমকি দিতে। নতুনত্ব ডাইলোগ “শুটিয়ে লাল করে দেব”,”নকুল দানা”,” গুড় বাতাসা”,”চড়াম চড়াম ঢাক বাজানো’,”খেলা হবে”- ইত্যাদি। এই ধরনের বক্তব্য দলীয় কর্মী থেকে সাধারণ মানুষ সকলেই শুনতে অভ্যস্ত ছিলেন। সেই অনুব্রত মণ্ডল জেলার সব বিজয়া সম্মিলনীতেই এখন শান্তির বার্তা দিচ্ছেন। মঙ্গলবার চন্দ্রপুরেও তার ব্যতিক্রম হল না। নিজেদের মধ্যে কোনরকম লড়াই ঝগড়া না করে একসাথে চলার বার্তায় দিলেন বীরভূমের বাঘ বলে পরিচিত অনুব্রত মণ্ডল। কর্মীদের উদ্দেশ্যে বলেন কাউকে কোন রকম মেজাজ দেখাবেন না, রেগে কথা বলবেন না, সবাই একসাথে মিলে মিশে চলুন।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অনুব্রত মণ্ডল জানান রাজনগর ব্লক তৃণমূলের সংগঠন বেশ শক্তিশালী এবং তা দেখে বেশ ভালো লাগলো, এই প্রসঙ্গে তিনি বিধায়ক বিকাশ রায় চৌধুরী, রাজনগর ব্লক তৃনমূল সভাপতি সুকুমার সাধু সহ অঞ্চল সভাপতিদেরও প্রশংসা করেন। পাশাপাশি তিনি জানিয়েছেন রাজনগরে আরও উন্নয়নের প্রচেষ্টা করা হবে। এদিনের বিজয়া সম্মিলনীর মঞ্চেই কংগ্রেস নেতা বিশ্বরূপ মন্ডল তৃণমূলে যোগ দেন। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন বিধায়ক বিকাশ রায় চৌধুরী। উল্লেখ্য বিশ্বরূপ মন্ডল রাজ্য কংগ্রেসের কে কে সি এর চেয়ারম্যান পদে ছিলেন।
সি আর পি এর প্রাক্তন ডেপুটি কমান্ড্যান্ট বিশ্বরূপ মন্ডল ২০১৯ সালে আসানসোল লোকসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী ছিলেন। তৃণমূলে যোগদানকারী বিশ্ব মন্ডল জানান তৃণমূল সরকারের উন্নয়নে সামিল হতেই তিনি যোগ দিয়েছেন। তার সাথে আরো ৩০০ জন কংগ্রেস কর্মী রয়েছেন, তাঁরাও আনুষ্ঠানিকভাবে আগামীতে যোগদান করবেন, বলে দাবি করেন।এদিন বিজয়া সম্মেলনীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক বিকাশ রায় চৌধুরী, জেলা তৃণমূল কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ,রাজনগর ব্লক তৃনমূল সভাপতি সুকুমার সাধু, সহ সভাপতি রানা প্রতাপ রায় সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct