নিজস্ব প্রতিবেদক , ঘাটাল, আপনজন: প্লাবিত ঘাটালে বাড়ছে বন্যার জল, জল বাড়ায় সমস্যা বাড়ছে ঘাটালের বানভাসি এলাকার মানুষজনের। শিলাবতী নদীর জলস্তর বেড়ে প্লাবিত পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা। জলে ডুবেছে রাজ্য সড়ক থেকে শুরু করে বিঘের পর বিঘে কৃষি জমি সহ একাধিক ঘরবাড়ি। নৌকা ও ডিঙ্গি করে চলছে যাতায়াত। কালী পুজো ও ভাই ফোঁটার আগে ঘাটালে বন্যা। কয়েকদিন ধরে প্লাবিত ঘাটালে বাড়ছে বন্যার জল, সবে মিলে ঘাটালের বন্যার জল বাড়ায় চরম দুশ্চিন্তায় ঘাটালের বানভাসী এলাকার লক্ষাধিক মানুষজন। অন্যদিকে,দীর্ঘ ৬ মাসের বেশি জলে ডুবে থাকে দুই থেকে ৩ টি গ্রাম।জল নিকাশি এবং উঁচু রাস্তার দাবিতে পূর্ব মেদিনীপুর জেলার বাজকুল ভগবানপুর রাজ্য সড়ক অবরোধ করল এলাকাবাসী। ভগবানপুর এক নম্বর ব্লকের হিঞ্চাগেড়িয়া গ্রামের ঘটনা।৬ মাস জলে ডুবে থাকে দুই থেকে তিনটি গ্রাম। এক কোমর জলে হেঁটেই ছাত্র-ছাত্রীদের স্কুলে যাওয়া, অসুখ-বিসুখ ডাক্তার-খানা, হাট বাজার সবটা করতে হয় এলাকার মানুষজনদের। বারবার প্রশাসনকে জানিয়েও কোন সুরাহা পায় নি বলে এলাকাবাসীর অভিযোগ।
এই ছবি পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ১ ব্লুকের কাজলাগড় গ্রাম পঞ্চায়েত এলাকার হিঞ্চাগেড়িয়া, মির্জাপুর, ব্রাহ্মণচক, দক্ষিণ কোট্টাবারি, সহ একাধিক এলাকার।আর সেই জল যন্ত্রণা থেকে মুক্তি পেতে বাজকুল ভগবানপুর রাজ্য সড়ক অবরোধ করল এলাকা বাসীরা। তাদের একটাই দাবি উঁচু রাস্তা এবং সঠিক জল নিকাশির ব্যবস্থা করে দেওয়া হোক তাদের। দাবি না মিটলে ভবিষ্যতে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন তারা বলে হুমকি দেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct