নিজস্ব প্রতিবেদক , কলকাতা, আপনজন: কালীপুজোর রাতে অতিরিক্ত মেট্রো চালানোর কথা ঘোষণা করল মেট্রো রেল কর্তৃপক্ষ। কালীঘাট ও দক্ষিণেশ্বরের কথা মাথায় রেখে দিনের বেলা মেট্রো বৃহস্পতিবার কম চললেও রাতে অতিরিক্ত চলবে। এর পাশাপাশি পূর্ব রেলও বারাসত - ডানকুনি ও বারুইপুর শাখায় এবং রানাঘাটে অতিরিক্ত ট্রেন পরিষেবা দেবে কালীপুজো ও দীপাবলীর রাতে। বৃহস্পতিবার রাতে আটটি স্পেশাল মেট্রো চলবে। রাত নটা বেজে চল্লিশ মিনিটে পর থেকে বৃহস্পতিবার কুড়ি মিনিটের ব্যবধানে মেট্রো মিলবে রাত এগারোটা পর্যন্ত। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর কালী মেট্রো ছাড়বে রাত দশটা, দশটা কুড়ি, দশটা চল্লিশ ও সর্বশেষ রাত এগারোটায়। এদিকে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী মেট্রো ছাড়বে বৃহস্পতিবার রাত ৯টা ৪৮ ,১০ টা ২৮ ও ১০টা বেজে ৪৮ মিনিটে। তবে শিয়ালদা থেকে সল্টলেক ও সল্টলেক থেকে শিয়ালদহ পর্যন্ত পরিষেবা স্বাভাবিক থাকবে। এদিকে জানানো হয়েছে বৃহস্পতি এবং শুক্রবার কালীপুজোর দীপাবলীর সমাজের কৃতিত্ব ভিড় সামলাতে অতিরিক্ত টিম স্পেশাল ট্রেন চালানো হবে। শিয়ালদহ ডানকুনি শিয়ালদহ ইয়ে নিউজ স্পেশাল বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটায় শিয়ালদা থেকে ছেড়ে রাত সোয়া বারোটায় ডানকুনি পৌঁছবে। শিয়ালদহ বারাসত শিয়ালদহ রাত বারোটা দশ মিনিটে ছাড়বে। শিয়ালদহ রানাঘাট শিয়ালদহ ইএমই স্পেশাল রাত বারোটা চল্লিশ মিনিটে ছেড়ে রাত আড়াইটে রানাঘাটে পৌঁছবে। শিয়ালদহ বারুইপুর স্পেশাল ট্রেন যেটি শিয়ালদা থেকে রাত সাড়ে বারোটায় ছাড়বে সেটি বারুইপুর পৌঁছবে রাত সোয়া একটায়। অপরদিকে বারুইপুর থেকে রাত ১টা ২৫ মিনিটে যে ট্রেনটি ছাড়বে তার শিয়ালদা স্টেশনে এসে পৌঁছবে, রাত দ২টো বেজে ১০মিনিটে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct