নিজস্ব প্রতিবেদক , শাসন, আপনজন: তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির সুনজর আছে শাসনের উপর। আমার বাবা মরহুম হাজী নুরুল ইসলামের মাধ্যমে নেত্রী মমতা ব্যানার্জি শাসনের খবর নিতেন। সেই নেত্রীর হাত ধরে ২০০৯ সালের পর থেকে শাসনে শান্তি ফিরেছে। এমনটাই দাবি করলেন উপনির্বাচনে হাড়োয়া বিধানসভার তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলামের পুত্র শেখ রবিউল ইসলাম। মঙ্গলবার শাসন বাজারে তৃণমূল প্রার্থীর উপস্থিতিতে একটি সভা হয়। শাসন গ্রাম পঞ্চায়েত এর ২৯টি বুথ থেকে কর্মীরা এই বৈঠকে যোগ দেন। সেই বৈঠকে উপরের এই কথা গুলো বলেন তৃণমূল প্রার্থী রবিউল ইসলাম। অন্যদিকে এদিন সন্ধ্যায় কীর্তিপুর ২ অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হাড়োয়া খালে প্রার্থী রবিউল ইসলামকে নিয়ে কর্মী সভা হয়। এই সভা থেকে রবিউল ইসলাম তৃণমূল প্রার্থীকে জয়ী করে নেত্রী মমতা ব্যানার্জির হাতকে শক্ত করার কথা বলেন।
এই দুই সভায় উপস্থিত ছিলেন বারাসাত দুই ব্লক তৃণমূলের সভাপতি শম্ভু ঘোষ, বারাসাত দুই ব্লক যুব তৃণমূলের সভাপতি ইফতিকার উদ্দিন, বারাসত দুই পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, বারাসত দুই পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ আসের আলি, শাসন গ্রাম পঞ্চায়েত এর উপপ্রধান জিয়াউল ইসলাম, কীর্তিপুর দুই অঞ্চল তৃনমূলের সভাপতি সাহাবুদ্দিন আলি, সমাজসেবী শান্তি মল্লিক, বারাসত দুই ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মাফুজার রহমান, সহ সভাপতি বাপ্পা আলি, কীর্তিপুর ২ অঞ্চল তৃনমূল ছাত্র পরিষদের সভাপতি শামীম মল্লিক প্রমুখ। এদিন প্রত্যেক বক্তাই তৃণমূল প্রার্থী রবিউল ইসলামকে বিপুল ভোটে জয়ী করার আহবান জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct